নাম বদলিয়ে জানুয়ারিতে RTX 4070 Ti নামে আসছে ক্যান্সেল হওয়া RTX 4080 12GB

এনভিডিয়ার বহুল আলোচিত ক্যান্সেল হওয়া গ্রাফিক্স কার্ড RTX 4080 12GB নাম পরিবর্তন করে RTX 4070 Ti নামে বাজারে আসবে বলে জানা গিয়েছে। জানুয়ারির একেবারে শুরুর দিকে গ্রাফিক্স কার্ডটি লঞ্চ করা হবে।

4070 Ti নামেই অবশেষে বাজারে আসছে Unlaunched RTX 4080 12GB

এনভিডিয়া RTX 4080 12GB লঞ্চ করার পর থেকেই শুরু হয় সমালোচনা। মুলত 16GB ভ্যারিয়েন্টটির থেকে অনেকটাই under powered GPU ব্যবহার করা হয়েছিল এটাতে। বস্তুত, মেমোরি ভ্যারিয়েন্ট নয়,বরং সম্পুর্ণ আলাদা একটি GPU ফিচার করছিল RTX 4080 12GB যেটার মধ্যে থাকা কুডা কোর এর সংখ্যা,ক্লক স্পিড, ট্রাঞ্জিস্টর কাউন্ট ,মেমোরি স্পিড,ব্যান্ডউইডথ ,বাস,টিডিপি থেকে শুরু করে সব কিছুই ছিল ডাউনগ্রেডেড।

তার থেকেও বড় কথা এই স্পেসিফিকেশনের GPU টি অনেক আগে থেকেই বিস্বস্ত লিকারদের তরফ থেকে নিশ্চিত করা হয়েছিল RTX 4070/4070 Ti এর SKU হিসেবে। সেখানে নাম বদলিয়ে বেশি দামে RTX 4080 নামে চালিয়ে দেওয়ার চেষ্টা খুবই বাজেভাবে ব্যহত হয় ও এনভিডিয়া চারদিক থেকে ট্রল ও সমালোচনার স্বীকার হয়।এরপর একসময় তারা বাধ্য হয়ে “Unlaunch” করে এই গ্রাফিক্স কার্ডটিকে।

এবার শোনা যাচ্ছে জানুয়ারিতে বাজারে আসতে যাচ্ছে এই GPU টি। Prominent leaker Kopitekimi এর মতে এটি RTX 4070 Ti নামে বাজারে আসবে।এর আগে লিক হওয়া বেঞ্চমার্ক থেকে জানা গিয়েছিল যে RTX 4080 16GB থেকে 12GB Variant টি ৩০% পর্যন্ত স্লো পারফর্ম করছে।

জানুয়ারির লঞ্চ হওয়ার খবরটির সমর্থনে MegasizeGPU টুইট করেছে পরবর্তীতে। তারা জানিয়েছে যে,জানুয়ারির ৫ তারিখে লঞ্চ হবে RTX 4070 Ti। WCCFTECH এর মতে এর আগে ৩ তারিখ হবে প্রোডাক্ট আনভেইল ,তারপরদিন পাবলিশ হবে রিভিউ গুলো।

উল্লেখ্য, RTX 4080 12GB বা 4070 Ti 12GB ফিচার করছে AD104 GPU,60 টি SM, 7680 টি Cuda Core,192-bit Memory যার ব্যান্ডউইডথ 504GB/s ও মেমোরি স্পিড 21GB/s।

এর আগে লিক হওয়া গেমিং বেঞ্চমার্কগুলোতে দেখা গিয়েছিল যে RTX 4070 Ti বা 4080 12GB , RTX 3090 Ti থেকে স্লো পারফর্ম করে।

NVIDIA এই গ্রাফিক্স কার্ডটি ১০০০ ডলারে লঞ্চ করতে চেয়েছিল। তবে জানুয়ারির ৫ তারিখে ঠিক কত দামে এটি বাজারে ছাড়া হবে এখনই বলা যাচ্ছে না। নিসন্দেহে ১০০০ ডলার থেকে অনেকটাই কম দামে বাজারে ছাড়া হতে পারে এটাকে। ডিসেম্বরে AMD এর বাজারে আসা গ্রাফিক্স কার্ড গুলো কিরকম পারফর্মেন্স দেয় সেটির উপর ও এনভিডিয়ার পরবর্তী GPU গুলোর দাম নির্ভর করছে।

Share This Article

Search