Intro
জাতিগত বাঙালি হওয়ার সুবাদে স্বাভাবিক ভাবেই আমরা অলস। অন্যের কারুকার্য, শিল্প, সত্তা, বুদ্ধি নিজের মত করে একটু বদলে হয়তো নিজের একটা অবতার বের করে আনি। এই কেস মার্কেট টা তেও সেম ভাবমূর্তি এসে একটু তিক্ততা নিয়ে এসেছে আমার কাছে। জামান ভাই, ফেসক্যাম দিবেন? ব্যাপার টা যেটা হচ্ছে যে আমরা ফিশ ট্যাঙ্ক কপি করি। অধিক লাভের অধিক লোভে অনেক সময় Cost Cut এর শিকার হয় আপনার আমার ধার করা টাকায় কেনা কেস গুলো। বিল্ড কোয়ালিটি, ম্যাটারিয়াল কে স্যাক্রিফাইস করেও গুনতে হয় বিশাল টাকা। কিন্তু টাকা দিয়েও টাকার ওজনের সাথে কেসের সেই অদৃশ্য রিটার্ন টা ব্যালেন্স করে না ইন most of the cases…. ফিশ ট্যাঙ্ক করতে করতে আরেকটা ফিশ ট্যাঙ্ক Monarch Aqua X7 নিয়ে আমার কিছু dissapointment জানতে পুরো article পড়ার আহবান করছি আমি তালহা।
Competitor Analysis
শুরু তে বেশ ভালো দাম থাকলেও বর্তমানে ৭টা ফ্যান সহ এই কেসের বর্তমান বাজারমূল্য সাদা তার জন্য ১০হাজার এবং কালো টা সাড়ে ১০।
সিমিলার প্রাইস রেঞ্জে NZXT H5 Flow 2024, MSI MPG GUNGIR 110R, Cooler Master TD500 Mesh, DEEPCOOL CG580, PC POWER ICELAND EDGE, XIGMATEK ENDORPHIN V2, DEEPCOOL CH560 DIGITAL এর মত হয়তো আরো কিছু ব্র্যান্ডেড কেস আপনি বাজারে পেয়ে যাবেন। তবে ওগুলা রেখে এটা নিবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত।
Unboxing and accessories
অন্যান্য সব কেসের আনবক্স এ কার্টনবক্স একটা থাকলেও এই কেসের দুইটা। প্রথম কার্টনখুলে দেখবেন ভিতরে আরেকটা কার্টনবক্স। ওটা খুলে ফেলার পর দেখবেন, শুরু তে একটা এক্সেসরিজের বক্স যেখানে রিমোট কন্ট্রোল, কিছু স্ক্রু, একটা স্ক্রু ড্রাইভার, কেবল টাই আর সাথে আরো কিছু ভিআইপি কেবল টাই আছে, আর আছে একটা রেডিও ফ্রিকুয়েন্ট মোলেক্স এডাপ্টার। স্ক্রু ড্রাইভার কেনো? সেটা নিয়ে পরে বলছি।
Outlook Inspection
কেস টা যেহেতু দেশি, সো ইউনিক কোনো ডিজাইন থাকবে সেটা ভাবা ভুল। LIAN LI O11 Vision এর মত দেখতে কেস টা কপিরাইট থেকে বাঁচার জন্য হয়তো টপ গ্লাস টা কার্ভ শেপের। সাইডের গ্লাস টা সুইভেল, গ্লাস টানার জন্য ছোট পাতলা একটা ফিতার টুকরা রয়েছে যেটা ওভার দা টাইম থাকবে না বলে আমার বিশ্বাস।
কেস টা যেহেতু দেশি, সো ইউনিক কোনো ডিজাইন থাকবে সেটা ভাবা ভুল। LIAN LI O11 Vision এর মত দেখতে কেস টা কপিরাইট থেকে বাঁচার জন্য হয়তো টপ গ্লাস টা কার্ভ শেপের। সাইডের গ্লাস টা সুইভেল, গ্লাস টানার জন্য ছোট পাতলা একটা ফিতার টুকরা রয়েছে যেটা ওভার দা টাইম থাকবে না বলে আমার বিশ্বাস।
বটম এ একটা খেলনা ম্যাগনেট এর চেয়েও ছোট ম্যাগনেট এর সাপোর্ট এ লেগে থাকে গ্লাস টা। কেসের সামনে থেকে শুরু করে টপ Portion পর্যন্ত কাঠের প্যানেল রয়েছে। এই কাঠ গুলো যে আসলে Actual কাঠ না, সেটা আমি শিউর। শিউর না এটা কি Bamboo wood নাকি কোন জেনেটিকালি মডিফাইড substance, যেটার আবার টপ এ লাস্ট এর দিকে একটু খানি ভাঙ্গা ভাঙ্গা অবস্থা, হালকা একটু উঠেও গেছে।. সামনে থেকে টপ পর্যন্ত যেই গ্লাস রয়েছে, সেটা টোটালে একটা সিঙ্গেল কার্ভ গ্লাস। টপ এ থাকা দুইটা থাম্ব স্ক্রু আর কেসের ভেতরে নিচে থাকা দুইটা PSU স্ক্রু আর সাপোর্ট এ এটা জায়গায় বসে থাকে। এই গ্লাস টা আমার কাছে ভালো লাগে নাই। আমার মত পাতলা, দুর্বল, ভঙ্গুর, Tempered Glass claim করলেও আমার কাছে দেশে এভেইলেবল লোকাল গ্রিন টিনটেড গ্লাস ছাড়া আর কিছু মনে হয়নি। সোজা কথায় কপি পেস্ট ডিজাইন। যদিও এই ডিজাইন এর বাইরেও যাওয়ার সুযোগ নেই খুব একটা।
Specification
১১ কেজি ৭২০ গ্রাম ওজনের এই কেসের বেশির ভাগ ওজন কেসের মেটাল পার্ট গুলোর। গ্লাস যেই পাতলা, এই ওজনে কতটুকু কন্ট্রিবিউট করেছে হিসাব করাও যেতে পারে। দৈর্ঘ্যে ৪৬০ মিমি, প্রস্থে ২৮৫ মিমি ও লম্বা ৪৯০ মিমি, সো বেশ বড়সড় কেস।
কেসের পেছনে পার্ট টা খুলতে গেলেই দেখবেন আপনার এক গাদা স্ক্রু খুলতে হচ্ছে। সেই জন্যই স্ক্রু ড্রাইভার সাথে দেয়া আরকি। এর প্রত্যেক টা স্ক্রু জং ধরা, ভিতরের খাজ গুলোও মিশে গেছে কিছুটা, খোলা সোজা কথায় পেরা। প্যাকেজ অবস্থায় কেনো এমন রাস্টি স্ক্রু, সেটা যারা পাঠিয়েছেন তারাই ভালো জানেন।
স্টোরেজের জন্য কেসের পেছনে, উপরের দিকে দুইটা screw in ড্রাইভ বে রয়েছে। নিচে পাওয়ার সাপ্লাই এর প্লেসমেন্ট যেখানে পাওয়ার সাপ্লাই কে ইমোশনাল সাপোর্ট এর জন্য একটা প্লেট রয়েছে। আরেকটু পাশে গেলে ৭টা এক্সপ্যানশন স্লট।
স্ক্রু আর যেই গেঞ্জাম এর কথা বললাম, সেটা সুইভল গ্লাস প্যানেল এও রয়েছে, বিল্ড এর জন্য খোলার সময় স্ক্রু গুলোর অবস্থা বেশ খারাপ ছিল। সিমিলার rusty ছিল বড় গ্লাস টার ভিতরের স্ক্রু গুলোতেও। এই নিচের স্ক্রু আর সাইড গ্লাস প্যানেল এর স্ক্রু, দুইটার এ পজিশন খুব খারাপ জায়গায়, বিল্ড করতে গেলে খোলা মাস্ট, কিন্তু খুলতে গিয়ে স্ক্রু ড্রাইভার একটু এদিক সেদিক হয়ে চাপ লেগে গেলে গ্লাস আমার মনের মত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সরি বলেও যে জোড়া লাগাবেন সেটা হবে না।
গ্লাস ভেঙে যাওয়ার আগেই হয়তো দেখবেন মেইন গ্লাস এর সামনে MIT এর লোগো, সো কেস কোন থাকলে আপনার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিতে ভুলবেন না।
কেসের পিছনের প্যানেল এর সাথে এমনিতে দুইটা ডাস্ট ফিল্টার ও কেসের বটম এ ভিতরে একটা ডাস্ট ফিল্টার। বটম এ ভিতরে বলতে? নিচে যেই ফ্যান গুলো লাগানো, এগুল একটা প্লেট এ ইনস্টলড, এই প্লেট টাও খোলা যায়, খুলতে স্ক্রু খুলতে হয়। আর এই স্ক্রু গুলোও rusty. ভিতরে ফাঁকা, এর মধ্যে ডাস্ট ফিল্টার।
Motherboard Support
ম্যাক্স ATX মাদারবোর্ড সাপোর্ট আছে এই কেসের। এর নিচের সাইজের বোর্ড বসে যাবে। একটা কনফিউজিং জিনিস যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে, মাঝের এই ডিভাইডার প্যানেল এ BTF মাদারবোর্ড এর জন্য যেমন কাটাউট থাকে, অমন কত রয়েছে। কিন্তু সেই কাট গুলো btf বোর্ড এর পোর্ট গুলোর বরাবর না। উপর নিচে আছে। প্রথম দেখায় যখন দেখি, ভাবলাম সেই তো! বিটিএফ বসে যাবে, কিন্তু একটু ক্লোজলি যখন নোটিস করলাম, সেগুলো জায়গা মত নেই। সোজা কথায় টিপিকাল মাদারবোর্ড ইউজ করেন এই কেসে।
Cooler Support আফটার মার্কেট টাওয়ার কুলার ইন্সটল এর জন্য ম্যাক্স হাইট ক্লিয়ারেন্স আমার মতে ১৫৫-১৫৭ এর মধ্যে থাকার পরামর্শ থাকবে। এবার সিঙ্গেল হোক ডুয়াল। এরপর যদি অল ইন ওয়ান চান তাহলে হয় সাইডে নাইলে, নিচে, ম্যাক্স ৩৬০মিমি। কিন্তু ভুলেও কেও নিচে রেডিয়েটর দিয়েন না। সাইডে লাগান সেটা বেটার। টপ ও গ্লাস থাকায় টপ আর সাপোর্ট মিসিং, which is obvious. আর পিছে ১২০মিমি কুলার লাগাতে পারবেন, সেটা নিয়ে চৌধুরী দের টেনশন নাই।
GPU Support
এই কেস যারা কিনবেন, অর্থ সংকটেই কিনবেন হয়তো, অবস্থার উন্নতি হইলে 4090 বা বিফি সাইজের জিপিউ বসাতে পারবেন হোপ ফুলি। এক্সট্রা একটা ফিচার, যেটা আমার ভাল্লাগে সেটা হচ্ছে এই ভার্টিকাল সাপোর্ট। এক্সপেনশন স্লট টা পুরোটাই একটা প্লেট, স্ক্রু খুলে ঘুরিয়ে দিলে সুন্দর ভাবে ফ্রি ভার্টিকাল মাউন্ট হয়ে গেলো আপনার জিপিউ, বাট বিল্ড এর সাথে আরো হাজার পাঁচেক টাকার বাঁশ খাবেন রাইজার কেবল কিনতে গিয়ে।
PSU Support
পাওয়ার সাপ্লাই এর জন্য ক্লিয়ারেন্স নিয়ে তথ্য নাই, তবে স্ট্যান্ডার্ড সাইজ পারবেন সিউরলি।
IO PORTS
কেসের সামনে বাঁশের মাঝখানে পাওয়ার বাটন, একটা টাইপ সি, দুইটা ইউ এস বি থ্রি, এবং একটা অডিও কম্বো জ্যাক রয়েছে। রিসেট সুইচ টা মিস কেনো, এটা আমার কোয়েশ্চন।
Airflow
কেসের সাথে আসা ৭টা ফ্যান এ মলেক্স পাওয়ার্ড এ আর জি বি। এগুলোর জন্য একটা রিমোট আসে, রিমোট থেকে পাঠানো সিগন্যাল রিসিভ এর জন্য মুলেক্স পাওয়ার এর একটা রিসিভার আসে। এই তেনা পেঁচানো জিনিস আমি কম বুঝি। এই রিসিভার কানেকশন করা, বা ফ্যান গুলোর সাথে সিঙ্ক এর ব্যাপারে আমার মাথা ঘুরানো অবস্থা, স্বাভাবিক কারণ আমি বিজনেস পরি আর। তো কথা হচ্ছে যে সাইডে ৩টা ফ্যান, বটম এ ৩টা, আর পিছে একটা, সব ১২০মিমি। ১০ হাজারের কেস , কোন রিভার্স নাই, খুব দুঃখজনক এটা। এসথেটিক্স নষ্ট করে যদি ইনটেক মারেন, হয় ৪টা ইনটেক, ৩টা এক্সোস্ট। বা উল্টা। ৫/২ করতে জাইয়েন না, এমনেই রেস্ট্রিক্টেড এয়ার ফ্লো ওভারঅল, এটলিস্ট আমার কাছে।


Cable Management
টপ এ ইন টোটাল ৪টা কাট আউট, যায় মধ্যে দুইটা বিশাল, দুইটায় রাবার গ্রমেট আসে। সাইডে মাদারবোর্ড এর ২৪পিন আর আদার এর জন্য বড় দুইটা হোল, বেসিক্যালি এগুলো দিয়েই কেবল বের হবে কিন্তু রাবার গ্রোমেট এখানে নাই, আসে এরও সাইডে, তাও আবার ৩টা গ্রমিট।

সাইডে রেডিয়েটার লাগাইলে গ্রমেট GG
নিচে হোল আসে ৩টা, কিন্তু গ্রমেট দুইটা। আরেকটা কই? আমি জানি না এটলিস্ট। কেবল টাই এর কোনো হুক নাই, আপনার জাস্ট লাগায়া নিতে হবে, জটলা কইরা রাখতে হবে। স্পেস অনেক আসে, কিনতু ম্যানেজ করতে যেই হুক এটলিস্ট দরকার, নাই। টোটালি নাই।
Thermal Performence
System Spec:
CPU RYZEN 7 7700
MOBO MSI B650 PRO M-B
CORSAIR VENGEANCE DDR5 6000MHZ 16GB
KIMTIGO 256GB NVME
ARCTIC FREEZER 2 240MM AIO COOLER
GIGABYTE RTX 4060 8GB
FSP 500 WATT PSU POWERING THE WHOLE RIG
টেস্টিং এর সময় একটা জিনিস যেটা নোটিস করি সেটা হচ্ছে স্ট্রেস দেয়ার পর কেসের নিচের দিকের কোন একটা ফ্যান নয়েস শুরু করে। এক্সাক্ট কোনটা ডিটেক্ট করতে পারি নাই। বাট নয়েস করেছে। So the results,
টেস্টিং নিয়ে বেটার ফিডব্যাক জানতে ভিডিও টা দেখে আসতে পারেন।
Pros
ভার্টিকাল কিট বিল্ট ইন হওয়ায় জিপিউ টা অস্থির ভাবে ভার্টিকাল মাউন্ট করতে পারবেন। মেটাল প্যানেল থিক আসে, উড প্যানেল এর জন্য বডির সাথে একটা কনট্রাস্ট ক্রিয়েট হয়, এর বাইরে আমার কাছে ভাল্লাগে নাই আর কিছু অনেস্টলী স্পিকিং।
Cons
So many RUSTY SCREWS. Weak breakable Glass Panels and weak wooden panels.