Talos E3 এর বড় ভাই । Gamdias Talos M3 Mesh Review

এই কেস টা কি তাদের জন্য যারা First time Builder আছেন and নিজের কেস টেবিল এর উপরে রেখে rgb দেখব? না. কিন্তু এই কেস টা তাদের জন্য যারা just want এ কেস যার মধ্যে তার সব dream পার্টস ফিট হবে সাথে এন্ড একটু মিনিমালিস্ট একটা লুক চাচ্ছেন আর সাথে তাদের Claim করছে ডুয়েল ৩৬০mm radiator সাপোর্ট? আসুন দেখি। 

Outlook

Looks টা অনেক familiar First দেখায় lian li lancool  ২০৫ এন্ড front প্যানেল টা nzxt মতো ও কিছুদিন আগে আপনাদের দেখা ৪০৭KG Aura Case টির hybrid লাগতে পারে কিন্তু Aura না থাকায় ওজন এ বড় হতে পারে নাই কিন্তু size এ বড় হয়ে গিয়েছে। SPCC Metal sheet  তৈরি কেস টি অনেক শক্ত পোক্ত hollow feel হয় না যার height 480mm length 440mm আর width 230mm এবং এর ওয়েট ৭.৬কেজি।

 

Front এর দিকে তাকালে দেখবো একটা magnetic ফ্রন্ট প্যানেল যেইটা top এ vents with এ ডাস্ট filter built into it 

 একটু নিচে কোনো vents নাই আর এইখানে  Gamdias এর লোগো ।

 

ফ্রন্ট প্যানেল খোলার পর ভিতরে দেখবেন ২ টা Pre installed ১৪০mm  ফ্যান। ভালো দিক হচ্ছে এগুলো হচ্ছে case এ আসা সব ফ্যান PWM এন্ড ৩ পিন ARGB ফ্যান সো আপনি যদি direct মাদারবোর্ড এ কানেক্ট করেন তাহলে RPM কন্ট্রোল করতে পারবেন সাথে ARGB 

ডান সাইডে একটা সলিড প্যানেল যা সাইড এর ২ টা thumb screw খুলে slide করে খুলতে হয় , পিছনে একটা ১২০mm  ফ্যান এন্ড নিচে psu cutout অর পপ up স্টাইল এর expansion slots 7 টা + ৩ টা। 

 

বামে টেমপার্ড গ্লাস সাইড প্যানেল যা same ব্যাক এর মত দুইটা thumb screw খুলে স্লাইড করলে খুলে আসে। black কালার এর সাথে আক্রু ডার্ক tinted and white টা clear glass আর glass এর নিচে  PSU Shroud 

 

টপ এ একটি মেগনেটিক ডাস্ট ফিল্টার

 

আর ডাস্ট ফিল্টার এর ডান সাইড I/O Ports একটা পাওয়ার বাটন একটা রিসেট অথবা led switch , audio separate জ্যাক একটা usb 3 আর একটা type c পোর্ট. টাইপ কি পোর্ট মাদারবোর্ড টাইপ সি কানেক্টর সো আপনার মাদারবোর্ড এ টাইপ c হেডার না থাকলে এটি ব্যবহার করতে পারবেন না। 

 

নিচে PSU Fan এর জন্য একটা ম্যানুয়াল dust ফিল্টার আর circle shape এর feets 

 

এখন inside এ দেখা যাক।

 

ভিতরে টপ সাইডে দেখলে দেখবো ৩ টা যেগুলা enough spaced out ফর রাউটিং ফ্যান cpu কেবল। 

সাইডে ২ টা ছোট সাইজ আর বড় একটি cutout।

নিচে আরো ৩টি cutout।  সব গুলো রাবার গ্রমেন্ট দেওয়া। 

ফ্যান এর জন্য rear এ একটা ১২০ or ১৪০mm

টপ এ ১২০mm ৩ টা or ১৪০mm ২ টা ফ্যান

আর ফ্রন্ট এ ৩ টি ১২০mm or 2 ta ১৪০mm এর সাপোর্ট আছে

কিন্তু ফ্রন্ট এর দিকে নিচের পার্ট টা vents না সো এইখানে ফ্যান ইন্সটল করলে একটু noise বেড়ে যাবে।

আর নিচে PSU shroud এর উপরে চাইলে ফ্যান , ssd অথবা hdd মাউন্ট করতে পারবেন

 

Lets built in it and talk about spec 

 

আমরা মাদারবোর্ড হিসেবে আমাদের কেস টেস্ট bench এর msi b650m pro b সাথে ryzen 7 7700 সাথে ram corsair 16gb ram and kimtigo 256GB SSD

 

Mid tower size কেস টির সাথে Atx matx itx সাপোর্ট তো রয়েছে সাথে eatx সাইজ ar মাদারবোর্ড এর ও সাপোর্ট রয়েছে

 

আমরা কুলার হিসেবে ব্যবহার করছি arctic freezer ii 240mm argb 

CPU cooler এর জন্য আপনাদের অনেক flexibility আছে। AIO radiator জন্য Top a 360/280/240 and even front এও 360/280/240 support আছে। সামনে radiator install করলে thickness নিয়ে কোনো প্রবলেম হবে না কিন্তু টপ এ Arctic liquid freezer series এর মত কুলার হলে টপ এ ক্লিয়ারেন্স এ problem হবে সো আর্কটিক কুলার এর জন্য suggestion থাকবে 280/240 পর্যন্ত

Air cooler এর জন্য 180mm clearance আছে সো এখন মার্কেট এ থাকা প্রায় সকল এয়ার কুলার গুলোর সাপোর্ট রয়েছে সাথে noctua deepcool এর heavy air কুলার ও ইন্সটল করতে পারবেন

and চৌধুরী এর জন্য 120mm এর সাথে এখন 140mm ও সাপোর্ট আছে.

 

GPU  এর জন্য আপনরা 390mm ক্লিয়ারেন্স পাচ্ছেন আর সাথে 7 টা এক্সপ্যানশন slot সো 4090 5090 beefy কার্ড গুলো ও easily ফিট হবে কিন্তু সামনে AIO install করলে টা একটু কমে যাবে।

আগে বলেছিলাম ডিফল্ট 7 টার সাথে আরো 3 টা এক্সপ্যানশন স্লট আছে যেইগুলো ভার্টিক্যাল ভাবে আসে সো বুজতেই পারছেন আপনি এই কেস টির মধ্যে ভার্টিক্যাল ভাবে gpu মাউন্ট করতে পারবেন কিন্তু এ ক্ষেত্রে আপনার একটা riser কেবল লাগবে  আর highest 2.3 স্লট এর জিপিউ মাউন্ট করতে পারবেন otherwise জিপিউ glass এর বেশি close হয়ে airflow প্রবলেম হবে. 

একটা ভালো দিক হলো Vertical মাউন্ট এর পরেও নিচে ফ্যান এর স্পেস আছে। 

 

GPU আমরা ব্যবহার করছি gigabyte rtx 4060ti 8gb gaming oc যা vertically mounted 

Now let’s go to the back 

 

সলিড back প্যানেল টা স্লাইড করলে দেখবো নিচে ২০০mm psu ক্লিয়ারেন্স সাথে corsair shift series এর psu এর wire এর জন্য exact ক্লিয়ারেন্স নেই কিন্তু চাইলে লাগাতে পারবেন।  

 

আমরা PSU ইউজ করছি antec Gsk 850w 80+ Gold Rated modular PSU 

 

নিচে আরো আছে একটা hard drive bay। ৩.৫ এর ২ টি hdd অর একটা ৩.৫ hdd আর ২ টি ২.৫inch ssd। উপরে আরো ৩ টি ২.৫ inch hdd/ ssd লাগতে পারবেন।

 

মাঝখানে রয়েছে একটি হাব। এই হাব টির সাথে একটা argb and pwm আছে আর পাওয়ার এর জন্য sata পাওয়ার পোর্ট। কিন্তু Motherboard এ কানেক্ট করলে only pwm speed show করে কিন্তু তা কন্ট্রোল করা যায় না। Argb ও কন্ট্রোল করা যায় না। Only LED/reset button দিয়ে কানেক্ট করে argb কন্ট্রোল করা যায় সো pwm  আর argb কন্ট্রোল করতে করতে হলে আপনার direct motherboard অথবা অন্য হাব ব্যবহার করতে হবে।

Cable Management 

 

24 pin CPU and GPU  কেবল এর জন্য dedicated cutout তো রয়েছে সাথে আপনি যদি case টাকে nas সার্ভার বানাতে চান তার জন্য sata কেবল রাউটিং এর জন্য ও enough space আছে। আর unboxing এর সময় বক্স এ আসা ৫ টা জিপ tie দিয়ে easily সুন্দর করে হুক এ তার গুলো দিয়ে লাগিয়ে রাখতে পারবেন অথবা পিছনে কোনোভাবে cable management না করেও রেখে দিতে পারবেন।

Now let’s talk about the airflow noise and temperature

 

আপনি যদি কেস এর সাথে থাকা ফ্যান হাবটা ব্যবহার করেন তাইলে Case এর ফ্যান গুলো ১৩০০~ rpm এ fixed run করে।

যার জন্য ফ্যান গুলো একটু noisy। আপনি AC room এ থাকলে ফ্যান গুলার সাউন্ড notice করবেন কিন্তু আপনার রুম এ ceiling ফ্যান থাকলে noticeable না। 

আর যদি ডাইরেক্ট মাদারবোর্ড এ connect করেন তাহলে max rpm ১৬০০~ RPM পর্যন্ত যেতে পারে আর lowest হচ্ছে ০ rpm.

 

Thermals

 

 

দেখতে পারছেন পর্যাপ্ত air flow থাকায় CPU Temp এ তেমন difference নেই কিন্তু GPU তে একটা ৩° difference নোটিশ করা যায় যা আমরা বলবো vertical মাউন্ট করার জন্য নরমাল হরাইজন্টাল install করলে আরেকটু better thermals পাবেন । যদিও আমাদের ব্যবহার করা 4060ti এত পাওয়ার hungry না সো normal mount এ আমরা টেস্ট করার time temp এ এত difference পাই নি।

So বলা যায় কেস টাই পর্যাপ্ত airflow রয়েছে কোনো airflow bottleneck নেই।

 

Conclusion and competitor 

 

6900 taka কালো টা আর ৭২০০ টাকা সাদা টা আর এই

রেঞ্জ এ এর similar কম্পিটিশন হচ্ছে 

Deepcool CH510

Deepcool CG560

Cougar MX220

Corsair 480T

Corsair icue 220t

Gamdias Athena M3

Gigabyte C103

PC power Ice tower elite 

Xingmeng Aqua M

1st Player SP7

PC power ice berg

cougar FV150

Nzxt এন্ড lian li কিছু কেস ছিল কিন্তু গুলা এখন মার্কেট এ নেই।

এই কেস গুলো থেকে difference হচ্ছে traditional স্টাইল case এ ডুয়েল ৩৬০ radiator সাপোর্ট আর pwm আর argb fans. যদিও তাদের নিজস্ব কেস  Athena M3 তেও same সাপোর্ট আছে। আর যেহেতু ডুয়েল ৩৬০ সাপোর্ট আছে So technically আপনি চাইলে AIO সহ জিপিউ গুলোর সাথে CPU সাথে AIO ইউজ করতে পারবেন সাথে GPU টা ভার্টিক্যাল mount। 

 

Share This Article

Search