Search

DEEPCOOL MATREXX 55 MESH ADD-RGB 4F ঝটপট রিভিউ

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই, প্রায় ৬ মাস পর আবার আপনাদের সামনে হাজির হলাম। তবে এবার একটু অন্য ভাবে আপনারা প্রায়ই আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্টের ভিডিও রিভিউ বা প্রোডাক্ট সর্ম্পকে জনতে চান। সময় ও রিভিউ ইউনিটের অভাবে অনেক সময় আপনাদের চাহিদা পূরণ করা সম্ভব হয়ে উঠে না। তাই এখন থেকে মাঝে মাঝে বিভিন্ন ধরণের প্রোডাক্ট নিয়ে ঝটপট রিভিউ করা হবে। যেখানে প্রোডাক্টের বিশদ বিবরণ হয়তো থাকবেনা, তবে যত সম্ভব প্রয়োজনীয় তথ্য প্রদান করার চেষ্টা করা হবে। তো শুরু করা যাক।

DEEPCOOL
MATREXX 55 MESH ADD-RGB 4F

পরিচিতিঃ DEEPCOOL প্রতিষ্ঠিত হয় 1996 সালে যার হেড কোয়াটার Beijing ও ফ্যাক্টিরি Shen Zhen এ। নাম থেকেই বোঝা যায় এটি একটি কুলার প্রস্তুতকারক প্রতিষ্ঠান, তবে তারা শুধু কুলার ই তৈরী করে না পিসি রিলেটেউ বেশ কিছু প্রোডাক্ট ও তৈরী করা থাকে।

মডেলঃ প্রাথমিক ভাবে নাম থেকে এতটুকু বুঝতে পারবেন এটিতে সামনে ও উপরে MESH দেওয়া সাথে রয়েছে ৪টি ARGB ফ্যান এবং এতে EATX motherboard ও লাগানো যাবে।

এটি একটি মিড টাওয়ার কেস যেখানে কেস এর Build Materials হিসাবে ব্যবহার হয়েছে ABS Plastic, SPCC steel ও Tempered Glass. Dark gray color যা দেখতে বেশ ভালোই লাগে। সব মিলিয়ে ওজন প্রায় 6.6 কেজি।

Product Dimensions – 440X210X480mm

Power ও Reset Button, I/O Ports হিসাবে দেওয়া হয়েছে ২টি USB 2.0, ১টি USB 3.0, ১টি হেডফোন ও ১টি মাইক ইন র্পোট, একদম নিচে DEEPCOOL লোগো।

সামনে প্রায় পুরোটা অংশ জুড়ে রয়েছে Steel Mesh যার পিছনে রয়েছে ৩ টি 120mm ARGB ফ্যান। লিকুইড কুলিং এর জন্য 120/140/240/280/360mm রেডিয়েটর লাগানো যাবে।

সাইডে ব্যবহার হয়েছে 4mm Thick Tempered Glass যা through hole screw পদ্ধিতে রাবার ওয়াশার ব্যবহার করে লাগনো রয়েছে, গ্লাস টি বেশ ডার্ক বলা যায়।

ব্যাক প্যানেল টি ও স্টিলের।

টপে ২টি 120/140mm ফ্যান বা 120/140/240/280mm রেডিয়েটর লাগানো যাবে। টপে রয়েছে একটি ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার যা প্রয়োজনে খুব সহজেই খুলে পরিষ্কার করা যাবে।

ব্যাকে 120mm ফ্যান ও রেডিয়েটর দরকার অনুসারে কিছুটা উপর নিচ করে লাগানো যাবে।

ভিতরের অংশে নিচের দিকে রয়েছে PSU Shroud যা Power supply ও এর Cable গুলো ঢেকে রাখবে ছোট কাট আউট আছে PSU টি দেখার জন্য, তবে খেয়াল রাখতে হবে যাতে PSU 170mm এর বড় না হয়।   নিচে air vent থাকায় PSU সহজে বাতাস নিতে পারবে। Shroud এর ব্যাকে ২টি 3.5” HDD Case রয়েছে, এছাড়া motherboard Tray তে ২টি 2.5” sata SSD লাগানো যাবে।

ভিতরে অনেক ফাঁকা যায়গা থাকায় ITX/Micro-ATX/ATX/ E-ATX Motherboard ও লাগানো যাবে।

Cable management এর জন্য রয়েছে ১২টি কাট আউট এবং আটকে রাখার জন্য কিছু Punch Hole.

CPU Cooler Clearance সর্বোচ্চ 168mm এবং GPU Clearance সর্বোচ্চ 370mm.

যেহেতু কেসটির মূল লক্ষ্য হচ্ছে প্রচুর Air Flow ও RGB ফ্যান ব্যবহার করা সে ক্ষেত্রে তারা বেশ কিছু ক্যাবল দিয়ে দিয়েছে।

4pin Fan splitter
ARGB daisy chain cable
Motherboard এর সাথে sync করতে ২ ধরনের 5v argb cable এবং অনেক অনেক fan screw

পরিশেষে বলা যায় কেসটি তার নাম করণ সার্থক করতে সব ধরণের কাজ ই করেছে,

তবে এই দামে বিল্ড কোয়ালিটি আর একটু ভালো আসাকরা যায়,
Cable management কাট আউটে কোন প্রকার rubber grommet দেওয়া হয়নি যা দেওয়া উচিত ছিল,
একটি ARGB Controller দেওয়া উচিত ছিল,
Tempered Glass মাউন্টিং প্রক্রিয়া উন্নত করা দরকার।

 

আজ এই পর্যন্তই আগামি তে আবার কিছু নিয়ে আপনাদের সমনে হাজির হবো। কমেন্ট বক্সে আপনাদের মতামত আশাকরছি।

Share This Article

Search