Search

বাজেট ফ্রেন্ডলি সেরা PC Components!(Updated)

আমাদের দেশে গেমিং, এডিটিং,অফিস ওয়ার্ক বা অন্যন্য কাজের জন্য প্রতিনিয়তই অনেক মানুষ পিসি বিল্ড করেন।। এর একটি বড় অংশেরই বাজেট থাকে বেশ অনেক কম।।কিন্ত কেসিং,পাওয়ার সাপ্লাই,র‍্যাম ,এসএসডি ভালো নিতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গ্রাফিক্স কার্ড এবং প্রসেসর এর বাজেট খুব বেশি থাকছে না।। আজ আলোচনা হবে বাজেট বিল্ডে কম প্রাইসে সেরা কিছু কম্পোনেন্ট নিয়ে যেগুলো দিয়ে বিল্ড করলে বেচে যাওয়া পয়সা ব্যবহার করা সম্ভব ভালো গ্রাফিক্স কার্ড, বা প্রসেসরের জন্য।

কেসিংঃ

যেহেতু আমাদের আলোচনা খুবই লো বাজেট,টাইট বাজেট এর পিসি বিল্ডিং এর জন্য। তাই আমাদের চেষ্টা থাকবে যথাসম্ভব কম দামের মধ্যে বেশ ভালো কেসিং টা নেওয়ার।

Golden Field G7B/G9B(2700Tk)

৩০০০ টাকার কম বাজেটে রীতিমত HotCake এই কেসিং দুটি।। সলিড বিল্ড কোয়ালিটি, full window Side Panel,Roof Cooling System রয়েছে।। আর সামনে পিছনে মিলিয়ে মোট ৩টি pre-installed Fan রয়েছে।। ডিজাইনের দিক দিয়েও বেশ আকর্ষনীয় এই দুটি কেসিং।। সামনের লুক ছাড়া সেরকম পার্থক্য ও নেই দুটির মধ্যে।। বলা যায় ২৫০০-২৭০০ টাকা বাজেটের মধ্যে সেরা বলা যায়।

Antec NX200 Mid Tower RGB(2600/2700tk)

 

Antec এর এই কেসিংটি বেশ স্টাইলিং। RGB প্রেমীদের জন্য এই কেসিংটি আদর্শ হতে পারে।। সামনে একটি স্ট্রিপ রয়েছে RGB (Antec logo সহ)। লাগানো যাবে সর্বোচ্চ 5টি ফ্যান।। ট্রান্সপারেন্ট সাইড উইন্ডো রয়েছে। ATX mobo,PSU সাপোর্ট করবে। Roof Cooling এর অপশন ও রয়েছে।

Type Mid Tower
Motherboard Support ATX,Micro-ATX, Mini-ITX
Color(s) Black
Weight 4.52 Kg
Radiator Support Front : =240mm
Rear : =120mm
Fan Support Front : 2 x 120mm
Top : 2 x 120mm
Rear : 1x120mm
Pre- Installed Fans Included Fans : 1 x 120mm fans in Rear
Drive Bays 3.5″/2.5″ (convertible) : 2
2.5″ : 2
I/O Port USB3.0 x 1, USB2.0 x 2, Power, Reset, Audio/Mic

Super Low Bugdet Solution:Xtreme V3(1800tk)

যাদের বাজেট অনেক বেশি টাইট তারা এই কেসিংটি নিতে পারেন।দামের তুলনায় বেশ ভালো বিল্ড কোয়ালিটি, সাইড উইন্ডো রয়েছে। টপেও ফ্যান লাগানোর ব্যবস্থা রয়েছে।। বিল্ট ইন ফ্যান থাকবে ২টি।। Micro-ATX মাদারবোর্ড লাগানো যাবে।

SSD(Solid State Drive)

128/120gb M.2:Transcend 820S M.2(2000Tk)

লো বাজেটে এককথায় সেরা এসএসডিগুলোর মধ্যে প্রথমেই বলতে হয় Transcend 820s এর কথা।। 3d Nand Flash , স্পিড ও যেরকম M.2 এর হওয়া উচিত সেরকমই।৩ বছরের ওয়ারেন্টি থাকছে।। যারা লো বাজেটে এসএসডি নিয়ে দ্বিধাদ্বন্দে ভোগেন তারা কোনো চিন্তা ছাড়াই নিয়ে নিতে পারেন।

SATA III ইন্টারফেসের ক্ষেত্রে নিতে পারেন Team GX2 (2200tk)  অথবা  Transcend 220S  (2100 Taka) 

128/120gb M.2 NVMe:Transcend 110S M.2 PCie (2700Tk)

এক কথায় সেরা। ট্রান্সসেন্ড এর মত ব্রান্ড assurance রয়েছে, সাথে থাকছে ৫ বছরের ওয়ারেন্টি। সুতরাং লং টার্মে সমস্যা হলেও চিন্তার কিছু নেই।। 1,500/400 MB/s স্পিড। এসএসডির কমন কিছু ফিচার ও পাবেন যেমন SMART, Garbage Collection ইত্যাদি।

HP SSD EX900 M.2 120GB PCIe NVMe(2700tk)

 

ট্রান্সসেন্ড ছাড়া বাকি বেশ কয়েকটি ব্রান্ডের এসএসডির ইন্টারফেস PCIe Gen 3×2, তবে HP এর EX 900 হতে পারে ট্রান্সেন্ড এর ভালো বিকল্প , PCIe 3×4 এর এই এসএসডিটির ওয়ারেন্টি ৩ বছর।

*** সাধারণত লো বাজেটে বেশিরভাগ ইউজারই শুধু বুট ড্রাইভ হিসেবে SSD নিতে চান এবং সেজন্য তারা 120/128 জিবির দিকেই বেশি আগ্রহী, তবে যারা একান্তই বড় স্টোরেজ চান   তাদের জন্য SATA III এর জন্য HP S600 240GB (৩১০০টাকা) অথবা Team MS30 256 GB(3300tk) এবং M.2 NVMe এরজন্য Lexar NM610(3350tk) (মাত্র!!) পারফেক্ট চয়েস হতে পারে , ৩৮৫০ এবং ৪০০০ টাকায় রয়েছে HP এবং Transcend এর 256GB NVMe ও (যথাক্রমে) ***

র‍্যামঃ4gb: 2666/2400Bus

সাধারণত আজকাল সবাই 8gb র‍্যামই নেন বা নেওয়ার চেষ্টা করেন তবে যারা Ryzen APU দিয়ে বিল্ড করেন তাদের ক্ষেত্রে খরচটা একটু বেশি হলেও ৪ জিবির ২টি র‍্যাম নেওয়া বেশি ভালো, পারফর্মেন্স এর জন্য।

Corsair Vengeance LPX 4GB 2400 Mhz(2300tk)

সবথেকে cool ডিজাইনের সাথে আসে এই র‍্যামটি। কর্শেয়ার এর র‍্যাম এর কোয়ালিটি নিয়ে আসলেই কিছু বলার নেই।। বাজারে রয়েছে অনেক সময় ধরে, বিল্ড হয়েছে অগণিত এই র‍্যামটি দিয়ে। (Timing:16-16-16-39) ।তবে বিশেষভাবে উল্লেখ করতে হয় একটি কথা ,কেনার সময় স্মার্ট এর স্টিকার দেখে কিনবেন।

G.Skill Ripjaws V 4gb DDR4 2666 Mhz(2400Tk)

র‍্যাম নিয়ে বেশি কিছু বলার নেই।। তেমনি G.Skill এর র‍্যাম নিয়েও আলাদা করে বলার কিছু নেই।। এই র‍্যামটির ডিজাইন বেশ আকর্ষনীয়।RGB না থাকলেও আপনার বিল্ডের শোভা বর্ধন করতে সাহায্য করবে।। Timing:15-15-15-35,সাপোর্ট করে XMP. অবশ্যই পাবেন লাইফটাইম ওয়ারেন্টি।

Team Delta UD RGB 4GB 2666 Mhz(2500Tk)(cheapest RGB option)

RGB লাভারদের জন্য এই র‍্যামটি পারফেক্ট হবে। অসাধারণ ডিজাইন ,লুককে পরিপুর্ণতা দিয়েছে এর 120deg wide angle lighting । সাপোর্ট করে Asus Aura Sync ,Intel XMP. বডিতে Aluminum heat spreader রয়েছে।। Variable timing ও সাপোর্ট করে (CL15-17-17-35, CL16-18-18-38, CL18-18-18-43)।

এক্সট্রিম টাইট বাজেটের জন্য আপনার চয়েস হতে পারে APACER Panther Golden 4GB DDR4 2400Mhz Desktop Ram এটির মুল্য ২০০০ টাকা মাত্র।এর টাইমিং মাত্র ১১!। তবে এর মুল আকর্ষণ মুলত এর ডিজাইন।

8gb  2666,3200Bus:

PNY XLR8 3200BUS (Cheapest 3200Mhz) 3250TK

প্রাইস বৃদ্ধির কারণে লো বাজেট বিল্ডারদের জন্য আমাদের আল্টিমেট সাজেশন হবে PNY XLR8 8GB 3200Mhz Ram। দামের পাশাপাশি ডিজাইন ও আকর্ষণীয় এই র‍্যামটির, বাজারে অল্প দিনেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। CAS Latency-16। যাদের বাজেট সমস্যা কিন্ত ৩২০০মেগাহার্জ র‍্যাম নিতে চান। এটাই হবে পারফেক্ট।

এক্সট্রিম লো বাজেটে 2400Mhz এর 8gb র‍্যাম হিসেবে নিতে পারেন Patriot Signature Line Premium 2900tk এবং 2666Mhz এর জন্য রয়েছে Apacer

RGB RAMS:

Gallery: (Tap to expand)

RGB লাভারদের জন্য সবথেকে কমদামে RGB র‍্যাম অফার করছে  PNY এবং Team। 3200 Mhz এর র‍্যাম ৩৬০০টাকায়  পেয়ে যাবেন।কম দামেই বিল্ডে আলাদা একটা মাত্রা এনে দিতে চাইলে এই দুইটি র‍্যাম হতে পারে প্রথম পছন্দ।

যারা উপরের উল্লেখিত কোনো র‍্যামেই ভরসা রাখতে পারছেন না বা এগুলো বিল্ডে রাখতে চান না এবং একই সাথে বাজেট ও কিছুটা flexible, তারা নিচের র‍্যামগুলো দেখতে পারেন।

Corsair Vengeance LPX  8GB 3200Mhz(3700Tk)

এটি নিয়েও উপরেই আলোচনা হয়ে গিয়েছে।

আর সেম মডেলেরই  2400Mhz এর ভ্যারিয়েন্টটির দাম মাত্র ৩৫০০ টাকা ।

G.Skill Ripjaws V 8gb 3200Mhz(3700Tk)

উপরে উল্লেখিত একই মডেলের হায়ার ভ্যারিয়েন্ট এটি। আলাদা করে আলোচনার কিছু নেই। এর 2400Bus এর ভার্সনটিও পাবেন ৩৫০০টাকায়।

পাওয়ার সাপ্লাই(Power Supply)

Corsair CV 450W Bronze Certified Power Supply(3700Tk)

এই বাজেটের সবথেকে বেশি নির্ভরযোগ্য পাওয়ার সাপ্লাই মডেল এর কথা বললে বর্তমানে এর উপরে কোনো পাওয়ার সাপ্লাইই আসবে না। দেশের বাজারে তুলনামুলক নতুন হলেও স্পেসিফিকেশন এর দিকে কোনো কমতি নেই।।Bronze Certification এর কারণে এর উপর সহজেই আপনি নির্ভর করতে পারবেন। efficiency ও 80+ । রয়েছে ২টি PCIe, ৭টি SATA কানেক্টর।। Ryzen 3 3300x,3500 কিংবা i3 10100,i5 9400f,9100f এর সাথে GTX 1650,1050ti,570 এই লেভেলের গ্রাফিক্স কার্ডগুলো দিয়ে করা বিল্ড গুলো মোটামুটি কোনো সমস্যা ছাড়াই চালানো যাবে।ওয়ারেন্টি থাকছে ৩ বছর।

Main Power ATX Connector x 1
PCI-E 2 x PCIe
SATA 7 x SATA
Floppy Floppy Connector x 1

 

বাজারে অপেক্ষাকৃত পুরাতন, ও বহুল ব্যবহ্বত Corsair এর আরেকটি মডেল হচ্ছে VS 450 80+ White এই পাওয়ার সাপ্লাইটি।অনেক বছর যাবত এটি দিয়ে প্রচুর পিসি বিল্ড হয়ে আসছে। এটির মুল্য ৩০০০টাকা। তবে বর্তমানে প্রায় সব দোকানেই আউট অফ স্টক এটি।

Cooler Master MWE 450 Watt 80+ White Certified PSU(3500Tk)

কুলার মাস্টার ব্রান্ড সম্পর্কে আলাদা করে পরিচয় করে দেওয়ার মনে হয় দরকার নেই।। ফ্লাগশিপ বিল্ডের পাওয়ার সাপ্লাই এর ক্ষেত্রে enthusiast দের পছন্দের প্রথমের দিকের ব্রান্ড এটি।

Connector MB 20+4 Pin 1| CPU 12V 4+4 Pin 1| SATA 6| 4 Pin Peripheral 3| FDD Cable 4 Pin 1| PCI-e 6+2 Pin 2|

 

80+ white certified এই পাওয়ার সাপ্লাইটির ওয়ারেন্টি ৩ বছর।

যারা RGB Lover তাদের জন্য থার্মালটেক এর 500 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রয়েছে যেটির ওয়ারেন্টি ও ৫ বছর। তবে এটি সম্ভবত আউট অফ স্টক, যাদের একান্তই RGB দরকার তারা Gamdias KRATOS E1-500 পাওয়ার সাপ্লাইটি নিতে পারেন।(4200 tk)

 

Share This Article

Search