একটি গেমিং কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গ্রাফিক্স কার্ড বা জিপিইউ! গ্রাফিক্স কার্ডের পিছনে আপনি যত বেশি খরচ করবেন আপনার গেমিং অভিজ্ঞতা ততো বেশি সুমধুর হবে। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গ্রাফিক্স কার্ডের পিছনে হাজার হাজার টাকা খরচ করার সামর্থ্য সবার থাকে না। তাই যারা নির্দিষ্ট বাজেটে গ্রাফিক্স কার্ড কিনতে চাচ্ছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কি মডেলের গ্রাফিক্স কার্ড আপনার বাজেটে বেস্ট হবে তাদের জন্য আমাদের আজকের এই বায়িং গাইড (Graphics Card Buying Guide 2018)।
বিঃদ্রঃ এখানে আজ শুধু ব্র্যান্ড নিউ গ্রাফিক্স কার্ড নিয়ে আলোচনা করা হবে। সেকেন্ড হ্যান্ড মার্কেট নিয়ে আমরা পরবর্তী আর্টিকেলে আলোচনা করব।
Lets Start with the Graphics Card Buying Guide 2018
বাজেট: ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা
Nvidia: GT 610, GT 710, GT 720, GT 620
AMD: HD 5450, HD 6350, HD 6450, R5 230
এই বাজেটের গ্রাফিক্স কার্ডগুলো অনেক দুর্বল হয়ে থাকে। মিনিমাম গ্রাফিক্সেও পিসি গেম এই দামের কার্ডগুলোতে খেলা যায় না। আপনি যদি ইন্টেলের ৬তম বা তার পরের জেনারেশনের প্রসেসর কিনে থাকেন আর এই বাজেটে গ্রাফিক্স কার্ড কিনতে চাচ্ছেন তাদেরকে বলব বাজেট আর একটু আপ করে ভাল দেখে গ্রাফিক্স কার্ড কিনতে। কারণ ইন্টেলের প্রসেসরের মধ্যে থাকা বিল্ট ইন গ্রাফিক্স এইসব গ্রাফিক্স কার্ড থেকে তুলনামূলক ভাবে শক্তিশালী। তাই এই বাজেটে গ্রাফিক্স কার্ড কিনলে আপনি সম্পূর্ণভাবে ধোঁকা এবং লস দুটোই খাবেন।
বাজেট: ৫ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকা
Nvidia: GT 730
AMD: R5 240
এই বাজেটের গ্রাফিক্স কার্ডগুলো মুলত ব্যাবহার করা হয় হোম থিয়েটার পিসির জন্য অর্থাৎ সিনেমা দেখা, 4K ইউটিউব ভিডিও দেখা ইত্যাদি। গেমিঙের দিক থেকে যদিও আপনি মডার্ন গেমগুলোতে একেবারে সামান্য অভিজ্ঞতা পাবেন কিন্তু কাউন্টার স্ট্রাইক, ডোটা ২, পালাডিনস, লিগ অফ লেজেন্ডস ইত্যাদি ই স্পোর্টস গেমে ১০৮০ পি ফুল এইচ ডি রেজোল্যুশনে মিডিয়াম/হাই গ্রাফিক্স সেটিংসের কম্বোতে ৬০+ ফ্রেমস পার সেকেন্ড পাবেন। পারফর্মেন্সের দিক থেকে GT 730 কার্ডটি R7 240 থেকে অনেকটুকুই এগিয়ে। তাই এই বাজেটে আমাদের রেকমেন্ডেশন এনভিডিয়ার GT 730 কার্ডটি। তবে কেনার সময় খেয়ালে রাখবেন কার্ডটি যেন 2 GB GDDR5 ভার্শনের হয়! এই কার্ডের দাম পরবে ৫৪০০ টাকা থেকে ৫৮০০ টাকা।
বাজেট: ৭ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা
Nvidia: GT 1030, GT 740, GTX 750, GTX 750 ti
AMD: R7 250, R7 260 X, R7 350, RX 550
এই বাজেটকে আপনি ২ ভাগে ভাগ করতে পারেন। প্রথম ভাগ ৮ হাজার টাকা পর্যন্ত এবং ২য় ভাগ ১০ হাজার টাকা পর্যন্ত। তবে এই বাজেটের গ্রাফিক্স কার্ডে আপনারা সকল মডার্ন গেমস মিডিয়াম সেটিংসে অথবা ২০১৩ বা তার পূর্ববর্তী সময়ের যে কোন গেম হাই/আলট্রা সেটিংসে ফুল এইচডি রেজোল্যুশনে ৩০+ ফ্রেমস পার সেকন্ডে স্মুথলি খেলতে পারবেন। এই দামের রেঞ্জ থেকে মূলত যত কার্ড (GT 740 ছাড়া) আছে সকল কার্ডেই GDDR5 মেমরি থাকে তাই কেনার সময় আপনাকে মেমরি ভার্শন নিয়ে চিন্তা করতে হবে না। ৮ হাজার টাকার মধ্যে আমাদের রেকমেন্ডেশন GT 1030 কার্ডটি। এটি আপনারা পাবেন ৬৮০০ টাকা থেকে ৭৬০০ টাকার মধ্যে।
যদি ১০ হাজার টাকা বাজেট করতে পারেন তাহলে GTX 750 ti. এই বাজেটেও আমরা এ এম ডি এর জিপিইউ নিতে মানা করব।
বাজেট: ১১ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকা
Nvidia: GTX 1050 2 GB
AMD: R7 360, Rx 560 2GB
এই বাজেটের কার্ডগুলো বানানো হয়েছে মূলত আপনাকে ই স্পোর্টস গেমগুলোতে স্মুথ অভিজ্ঞতা দেয়ার জন্য। এ সকল গেমে আপনারা ইজিলি আলট্রা গ্রাফিক্স সেটিংসে ১০৮০ পি রেজোল্যুশনে ৬০+ ফ্রেমস পার সেকেন্ডে আরামসে খেলতে পারবেন। কিন্তু স্মুথ গেমপ্লের জন্য মডার্ন গেমগুলো আপনাকে মিডিয়াম সেটিংসে রেখেই খেলতে হবে। এই বাজেটে আমাদের রেকমেন্ডেশন GTX 1050 গ্রাফিক্স কার্ডটি কারণ এটিও এ এম ডি এর গ্রাফিক্স কার্ড থেকে বেশি পারফর্মেন্স দেয়। এই কার্ড আপনারা পেয়ে যাবেন ১২ হাজার থেকে ১৩ হাজার টাকার মধ্যে।
GTX 1050 কিনতে ক্লিক করুন এখানে
বাজেট: ১৪ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা
Nvidia: GTX 950, GTX 1050 ti, GTX 960 4 GB
AMD: RX 560 4 GB, R7 370, R9 380, R9 380X
এই বাজেটেকেও আপনারা ২ ভাগে ভাগ করতে পারেন। প্রথমটি হচ্ছে ১৭ হাজার টাকা পর্যন্ত এবং বাজেট আপ করতে পারলে ২০ হাজার টাকা। এই বাজেটের গ্রাফিক্স কার্ডে আপনারা সকল মডার্ন গেমস আপনারা হাই সেটিংসে ফুল এইচ ডি রেজোল্যুশনে ৩০+ এফপিএস এ আরামসে খেলতে পারবেন। ১৭ হাজার টাকা বাজেটে আমাদের রেকমেন্ডেশন GTX 1050 ti 4 GB গ্রাফিক্স কার্ডটি।
GTX 1050 ti কিনতে ক্লিক করুন এখানে
২০ হাজার টাকায় এ এম ডির R9 380X কার্ডটি। তবে 380X না পেলে আপনারা 380 কার্ডটিও নিতে পারেন।
বাজেট: ২১ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা
Nvidia: GTX 1060 3 GB
AMD: RX 570 4 GB
এই বাজেটের কার্ডগুলো মূলত তৈরি করা হয় ১০৮০ পি রেজোল্যুশনে হাই সেটিংসে সকল মডার্ন গেমসে ৪৫+ ফ্রেমস পার সেকেন্ড পাওয়ার জন্য। এই বাজেটের কার্ডে আপনারা আলট্রা সেটিংসে স্মুথলি ৬০ ফ্রেমস পার সেকেন্ড পাবেন না কিন্তু গ্রাফিক্স সেটিংস যদি কমান অথবা মিডিয়াম হাইয়ের কম্বিনেশনে রাখেন তবে তা পাওয়া সম্ভব। এই বাজেটে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে এ এম ডির RX 570 4 GB কার্ডটি। এর দাম এখন বাংলাদেশের বাজারে ২১ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকার মধ্যে।
বিঃ দ্রঃ বেশ কিছু কারণে RX 570 এর দাম বৃদ্ধি পাওয়ায় আপনারা চাইলে GTX 1060 3 GB কার্ডটি নিতে পারেন।
GTX 1060 3 GB কার্ডটি কিনতে এখানে ক্লিক করুন
বাজেট: ২৬ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা
Nvidia: GTX 970, GTX 1060 6 GB
AMD: RX 580 4 GB, RX 580 8 GB, R9 390, R9 390X
এই বাজেটের কার্ডের মুল উদ্দেশ্য সকল মডার্ন এবং আপকামিং গেমস হাই বা আলট্রা গ্রাফিক্স সেটিংসে ফুল এইচডি রেজোল্যুশনে ৬০+ এফপিএসে খেলা। যদিও কিছু ডিমান্ডিং গেমস যেমন এসেসিন্স ক্রিড অরিজিন্স, মাস ইফেক্ট এন্ড্রোমিডা ইত্যাদি গেমে ৬০ ফ্রেমস পার সেকেন্ড তোলা কষ্ট হয়ে যায় কিন্তু প্রায় ৮৫% গেমেই আপনারা হাই/আলট্রা সেটিংসের কম্বিনেশনে ৬০+ ফ্রেমস পার সেকেন্ড পাবেন। এই বাজেটের ক্ষেত্রে নির্ভর করে আপনি কোন কোম্পানি প্রেফার করেন।
যদি এনভিডিয়া প্রেফার করেন তাহলে আমাদের রেকমেন্ডেশন GTX 1060 6 GB
যদি এ এম ডি প্রেফার করেন তাহলে বাজেট ভেদে RX 580 4 GB অথবা 8 GB
RX 580 8 GB কিনতে ক্লিক করুন এখানে
এক্ষেত্রে বলে রাখা ভাল এই দুটি কার্ডের পিছনে ৩৪ হাজারের উপরে আপনারা একটি টাকাও বেশি খরচ করবেন না।
বাজেট: ৪০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা
Nvidia: GTX 1070, GTX 1070 ti, GTX 980
AMD: RX Vega 56
এই বাজেটের কার্ডগুলো তৈরি করা হয়েছে ১৪৪০ পি বা 2K রেজোল্যুশনে আলট্রা সেটিংসে ৬০+ ফ্রেমস পার সেকেন্ডে গেম খেলার জন্য। যদিও আজকালকার গেমগুলোতে GTX 1070 দিয়ে ১০৮০পি রেজোল্যুশনে মাত্র ৬৫/৭০ এফপিএস পাওয়া যাচ্ছে। আপনারা যদি ৪২/৪৩ হাজার টাকার মধ্যে ভাল গ্রাফিক্স কার্ড চান তাহলে আমাদের রেকমেন্ডেশন GTX 1070.
GTX 1070 কিনতে ক্লিক করুন এখানে
আর যদি গ্রাফিকালি একদমই কম্প্রোমাইজ করতে না চান তাহলে ৪৭ থেকে ৫০ হাজার টাকার মধ্যে আপনারা GTX 1070 ti গ্রাফিক্স কার্ডটি পেয়ে যাবেন।
GTX 1070 ti কিনতে ক্লিক করুন এখানে
বাজেট: ৫৫ হাজার টাকা থেকে ৬৫ হাজার টাকা
Nvidia: GTX 980 ti, GTX 1080
AMD: RX Vega 64
এই বাজেটের গ্রাফিক্স কার্ডগুলোকে টার্গেট করা হয়েছে ২১৬০ পি বা 4K রেজোল্যুশনের দিকে। যদিও দিন যত যাবে কার্ডগুলো আস্তে আস্তে 2K রেজোল্যুশনের জন্য কম্পিটেবল হয়ে উঠবে। কিন্তু বেশির ভাগ গেমেই আপনারা আলট্রা সেটিংসে ৬০+ এফপিএস পাবেন। এক্ষেত্রে আমাদের রেকমেন্ডেশন অবশ্যই GTX 1080. এটি আপনারা পাবেন ৫৮ হাজার টাকা থেকে ৬২ হাজার টাকার মধ্যে।
GTX 1080 কিনতে ক্লিক করুন এখানে
বাজেট: ৭০ হাজার টাকা+
Nvidia: GTX 1080 ti, Titan XP
AMD: RX Vega Frontier Edition
আল্টিমেট 4K রেজোল্যুশন গ্রাফিক্স কার্ড। যে কোন গেম 4K রেজোল্যুশনে আলট্রা সেটিংসে ৬০+ এফপিএসে আনায়াসে কোন ঝামেলা ছাড়াই আরামসে খেলে যেতে পারবেন। এই গ্রাফিক্স কার্ডগুলোকে নিয়ে আর অতিরিক্ত কথা বলার দরকার নেই কারণ তারা বর্তমানে সবচেয়ে বেশি পাওয়ারফুল গেমিং গ্রাফিক্স কার্ড।
GTX 1080 ti কিনতে ক্লিক করুন এখানে
NVIDIA TITAN V কেনার জন্য কোন বাটন নাই
এখানে বেশ কিছু গ্রাফিক্স কার্ডের কথা উল্লেখ করা হয় নি কারণ সেগুলো এখন বাংলাদেশের মার্কেটে এভেলেবল নেই।
আশা করি আপনাদের এই আর্টিকেল ভাল লেগেছে আর গ্রাফিক্স কার্ডের বাজেট নিয়েও আপনাদের দ্বিধা কিছুটা হলেও ভেঙ্গে গেছে। আপনারা ভাল থাকুন আর সঙ্গে থাকুন পিসিবি বিডির সাথে।