আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ৬০ হাজার টাকার মধ্যে একটি মোস্ট ব্যাং ফর ইউর বাক গেমিং পিসির কনফিগারেশন। এই পিসিতে আপনারা ২০১৮ সাল পর্যন্ত রিলিজ হওয়া প্রায় সকল গেম 1080p রেজোল্যুশনে হাই সেটিংসে বেশ ভালো ফ্রেম রেটেই খেলতে পারবেন। যেহেতু গেমিং পিসি, তাই এটি হতে যাচ্ছে একটি ইন্টেল সিপিউ অরিয়েন্টেড গেমিং পিসি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দমত সিপিউ এবং মাদারবোর্ড নিতে পারেন। সকল কম্পোনেন্ট আমাদের প্রোভাইড করেছে MSI, Thermaltake, Transcend এবং Sapphire।

Core Components

Processor

Intel Core i3 8100

Price: 11000 Taka

CPU Cooler

Thermaltake Contac 16

Price: 1600 Taka

Motherboard

MSI B360M Pro-VH

Price: 7400 Taka

Ram

Geil 8GB DDR4 2400 MHz Ram

Price: 6000 Taka

HDD

Seagate Baraccuda 1TB 

Price: 3700 BDT

SSD

Transcend 120GB SSD

Price: 3000 Taka

GPU

Sapphire Pulse RX 570 4GB

Price: 19900 Taka

PSU

Thermaltake Smart RGB 500 Watt

 

Price: 4800 Taka

Chassis

Thermaltake Versa J24 TG RGB Chassis

Price: 6000 Taka

Total

58700 Taka

যখন ভিডিওটি করা হয় তখন মোট দাম ৬০ হাজার টাকার উপরে থাকলেও এখন কিছুটা দাম কমেছে। দাম পরিবর্তিত হলে ওয়েবসাইটে আপডেট করে দেয়া হবে। MSI, Thermaltake, Transcend এবং Sapphire কে ধন্যবাদ দেব আমাদের বায়িং গাইডের কম্পোনেন্ট প্রোভাইড করার জন্য। অবশ্য আপনারা কোন ব্র্যান্ডের জিনিস কিনবেন তা নির্ভর করছে সম্পূর্ণ আপনাদের উপর।

Share This Article

Search