গেমিং ল্যাপটপ বায়িং গাইড ২০১৯

নভেম্বর মাসে আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া হয়েছিল ল্যাপটপ বায়িং গাইড ২০১৯। সেখানে বলা হয়েছিল গেমিং ল্যাপটপ বায়িং গাইড আপনাদেরকে শীঘ্রই দেয়া হবে। তাই আপনাদের কাছে দেয়া প্রতিশ্রুতি রাখতে আজ আমরা নিয়ে এসেছি আপনাদের বহুল প্রতীক্ষিত গেমিং ল্যাপটপ বায়িং গাইড ২০১৯। আগের মতই যারা পরবর্তী রোজার ঈদের আগে গেমিং ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন তাদের জন্যই হচ্ছে এই বায়িং গাইডটি। কিন্তু গেমিং ল্যাপটপের ক্ষেত্রে দেখা যায় প্রায় সবাই নিজেদের পছন্দের ব্র্যান্ডের ছাড়া অন্য কোন ব্র্যান্ডের ল্যাপটপ নিতে অনেকটা রাজি থাকেন না। তাই, এখানে আগের মত শুধু একটি মডেল সাজেস্ট করা হবে না, বরং বাংলাদেশে এভেল্যাবল থাকা প্রতিটি গেমিং ল্যাপটপ ব্র্যান্ডের বিভিন্ন বাজেটের বেস্ট মডেলটি সাজেস্ট করা হবে। যার ফলে আপনি আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের ব্র্যান্ডের বেস্ট গেমিং ল্যাপটপ কিনতে পারবেন।

মূল বায়িং গাইডে যাওয়ার আগে আপনাদের একটি বিষয়ে কনফিউশন দূর করে দেই। এটি হচ্ছে সকল ব্র্যান্ডের সাব ব্র্যান্ড নিয়ে সকল তথ্য। প্রত্যেক ব্র্যান্ডের একটি নিজস্ব সাব ব্র্যান্ড রয়েছে। বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে মোট ৬ টি ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ। ASUS, Lenovo, Dell, HP, Acer এবং MSI। আসুসের গেমিং সাব ব্র্যান্ড হচ্ছে রিপাব্লিক অফ গেমারস বা ROG, লেনোভর সাব ব্র্যান্ড হচ্ছে লিজিওন যা তারা গত বছরেই খুলেছে, ডেলের গেমিং ব্র্যান্ড হচ্ছে এলিয়েনওয়্যার যা সম্পর্কে আমরা খুব ভালো করেই জানি, HP এর গেমিং ডিভিশন হচ্ছে Omen, এসারের রয়েছে দুটি গেমিং ব্র্যান্ড। প্রথমটি হচ্ছে Acer Nitro যা মূলত বাজেট অরিয়েন্টেড গেমারদের দিকে টার্গেট করা এবং অপরটি হচ্ছে Acer Predator যা মূলত প্রিমিয়াম প্রোডাক্টের জন্য ব্যাবহার করা হয়। শুধু মাত্র MSI এর কোন আলাদা গেমিং ব্র্যান্ড নেই কারণ তাদের মেইন ল্যাপটপগুলোই হচ্ছে গেমিং ল্যাপটপ। খেয়ালে রাখবেন, কোন ল্যাপটপে এমন সাব ব্র্যান্ডের নাম না থাকলে সেগুলো অফিসিয়ালি গেমিং ল্যাপটপ নয়। সেগুলো মূলত টার্গেট করা হয়েছে পিউর প্রফেশনাল ও কন্টেন্ট ক্রিয়েটরদের দিকে। তবে রেজার ও এলিয়েনওয়্যারের গেমিং ল্যাপটপ এখনো বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলে আমাদের ওয়েবসাইটে আপনাদের আপডেট করে জানিয়ে দেয়া হবে।

এবার আসা যাক মূল বায়িং গাইডে। প্রত্যেকটি ব্র্যান্ডের ক্ষেত্রেই আমরা কম দাম থেকে শুরু করে আস্তে আস্তে প্রিমিয়াম দামের দিকে উঠতে থাকব। আর বায়িং গাইডে মূলত প্রত্যেকটি মডেলের জেনারেল স্পেসিফিকেশন দেয়া হবে। সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখার জন্য নীচের বাটনে ক্লিক করতে পারেন।

ASUS & ROG

ASUS ROG Strix FX553VD-7300H

Price: 78,700 BDT

CPU Intel 7th gen i5 7300-HQ
RAM 8GB DDR4
Storage 1TB HDD
Display 15.6” 1080p 60Hz IPS Display
GPU GTX 1050 4GB

ASUS TUF Gaming FX504GB Scar Edition

Price: 86,500 BDT

CPU Intel 8th gen i5 8300-H
RAM 8GB DDR4
Storage 1TB HDD, 128GB SSD
Display 15.6” 1080p 60Hz IPS Display
GPU GTX 1050 4GB

ASUS TUF Gaming FX504GM Hero Edition

Price: 1,09,000 BDT

CPU Intel 8th gen i5 8300-H
RAM 8GB DDR4
Storage 1TB HDD, 128GB SSD
Display 15.6” 1080p 60Hz IPS Display
GPU GTX 1060 6GB

ASUS ROG GL504GM Hero Edition

Price: 1,50,000 BDT

CPU Intel 8th gen i7 8750-H
RAM 16GB DDR4
Storage 1TB + 8GB Cache HDD, 128GB SSD
Display 15.6” 144 Hz 1080p IPS Display
GPU GTX 1060 6GB

Asus ROG GL502VS-7700HQ

Price: 1,80,000 BDT

CPU  Intel 7th gen i7 7700-HQ
RAM 32GB DDR4
Storage 1TB HDD, 512GB
Display 15.6” 1080 IPS w/ G-Synch
GPU GTX 1070 8GB

Asus ROG GL502VS-7700HQ

Price: 3,09,000 BDT

CPU Intel 7th gen i7 7700-HQ
RAM 24GB DDR4
Storage 1TB PCIe NVMe SSD
Display 15.6” 1080p 120Hz IPS w/ G-Synch
GPU GTX 1080 Max-Q 8GB

MSI Gaming

MSI GF63 8RC

Price: 98,000 BDT

CPU Intel 8th gen i7 8750-H
RAM 8GB DDR4
Storage 1TB HDD
Display 15.6” 1080p 60Hz IPS
GPU GTX 1050 4GB

MSI GL63 8RE

Price: 1,10,000 BDT

CPU Intel 8th gen i5 8300-H
RAM 8GB DDR4
Storage 1TB HDD, 128GB SSD
Display 15.6” 1080p Anti-Glare IPS
GPU GTX 1060 6GB

MSI GP63 8RE Leopard

Price: 1,60,000 BDT

CPU Intel 8th gen i7 8750-H
RAM 16GB DDR4
Storage 1TB HDD, 256GB NVMe SSD
Display 15.6” 1080p 120 Hz IPS
GPU GTX 1060 6GB

MSI GE63 Raider RGB 8RF

Price: 2,20,000 BDT

CPU Intel 8th gen i7 8750-H
RAM 16GB DDR4
Storage 1TB HDD, 256GB NVMe SSD
Display 15.6” 4K IPS or 1080p 120Hz IPS
GPU GTX 1070 8GB

Lenovo (Legion)

Lenovo Legion Y520

Price: 99,000 BDT

CPU Intel 7th gen i7 7700-HQ
RAM 16GB DDR4
Storage 1TB HDD, 128GB SSD
Display 15.6” 1080p IPS
GPU GTX 1050 ti 4GB

Lenovo Legion Y720

Price: 1,36,500 BDT

CPU Intel 7th gen i7 7700-HQ
RAM 16GB DDR4
Storage 1TB HDD, 128GB SSD
Display 15.6” 1080p IPS
GPU GTX 1060 6GB

HP (Pavillion & Omen)

HP Pavillion 15-cx0110tx

Price: 99,500 BDT

CPU Intel 8th gen i7 8750-H
RAM 8GB DDR4
Storage 1TB HDD, 256GB SSD
Display 15.6” 1080p IPS
GPU GTX 1050 4GB

HP Pavillion 15-cx0111tx

Price: 1,14,000 BDT

CPU Intel 8th gen i7 8750-H
RAM 8GB DDR4
Storage 1TB HDD, 256GB SSD
Display 15.6” 1080p IPS
GPU GTX 1060 3GB

HP Omen ce033tx

Price: 1,70,000 BDT

CPU Intel 7th gen i7 7700-HQ
RAM 16GB DDR4
Storage 1TB HDD, 128GB SSD
Display 15.6” 1080p 120Hz IPS
GPU GTX 1060 6GB

HP Omen an023tx

Price: 1,85,000 BDT

CPU Intel 7th gen i7 7700-HQ
RAM 16GB DDR4
Storage 1Tb HDD, 256GB SSD
Display 17.3” 120 Hz 1080p IPS
GPU GTX 1070 8GB

Acer Predator

Acer Predator Helios 300 G3-572-72RY

Price: 1,53,000 BDT

CPU Intel 7th gen i7 7700-HQ
RAM 16GB DDR4
Storage 2TB HDD, 256GB SSD
Display 15.6” 1080p IPS
GPU GTX 1060 6GB

তো এই ছিল পিসি বিল্ডার বাংলাদেশের গেমিং ল্যাপটপ বায়িং গাইড ২০১৯। খেয়ালে রাখবেন, হাই বাজেটে গেমিং ল্যাপটপের পাশাপাশি প্রফেশনাল ও কন্টেন্ট ক্রিয়েশন ল্যাপটপও পাওয়া যায়। তবে সেখানে বডি ডিজাইন কিছুটা ইমপ্রুভ থাকলেও হার্ডওয়্যার এর দিক থেকে অনেক সেক্রিফাইস করতে হয়। তাই আমার মতে গেমিং ও প্রফেশনাল দুটো কাজের জন্যই গেমিং ল্যাপটপ নেওয়া উচিত। আশা করি ২০১৯ সাল আপনাদের ভালোই কাটবে। আর এমন অনেক বায়িং গাইড আর কম্পিউটার বিল্ডের জন্য পিসি বিল্ডার বাংলাদেশ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Share This Article

Search