AMD লঞ্চ করছে এন্ট্রি লেভেল বাজেট APU Athlon 220GE ও 240GE

Pentium Killer Athlon Rises Once Again

AMD ২০১৭ সালে তাদের নতুন রাইজেন প্রসেসর লঞ্চের মাধ্যমে ডেস্কটপ কম্পিউটার ক্রেতাদের কাছে অত্যন্ত বেস্ট ভ্যালু ফর মানি কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করে। এরপর ২০১৮ সালের ডিসম্বরের আগ পর্যন্ত AMD তাদের বিভিন্ন বাজেট লেভেলের রাইজেন, থ্রেডরিপার ও এপিউ রিলিজ করলেও একমাত্র প্রসেসর প্রতিদ্বন্দ্বী ইন্টেলের এন্ট্রি লেভেলের সিপিউ পেন্টিয়াম সিরিজের প্রতিদ্বন্দ্বী কোন প্রসেসর মার্কেটে ছাড়েনি। অবশ্য ২০১৮ সালের দ্বিতীয়ার্ধের শুরুতে সেটিও চেঞ্জ হয়ে যায় যখন রিলিজ করা হয় Athlon 200GE এপিউ।

200GE Box Contents

মাত্র ৬০ ডলারের মধ্যে অনেকটা ইন্টেলের পেন্টিয়াম প্রসেসরের সমতুল্য ডুয়াল কোর কনফিগারেশনের প্রসেসিং পাওয়ার দেয়া হলেও যা এটিকে পেন্টিয়াম কিলার করে তোলে তা হচ্ছে এপিউর মধ্যে থাকা VEGA 3 ইন্টিগ্রেটেড জিপিউ। এই এপিউ ইন্টেলের পেন্টিয়ামের মধ্যে থাকা Intel UHD610/710 গ্রাফিক্সকে খুব সহজেই হার মানাতে পারে। যার কারণে একদম এন্ট্রি লেভেলের পিসি ক্রেতা, হোম বা অফিস পিসির ক্ষেত্রেও এই প্রসেসর জনপ্রিয় হয়ে উঠে।

Athlon 200GE এর সাক্সেসের পর আমরা আবারো এক প্রকারের আপগ্রেড দেখতে যাচ্ছি এই সিরিজে। AMD লঞ্চ করেছে Athlon 220GE এবং 240GE এপিউ। এই দুটি মডেলের কোর/থ্রেড কাউন্ট এবং ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হুবুহু সেইম রাখা হলেও এই দুটি প্রসেসরে পাওয়া যাবে ইম্প্রুভড স্পীড। 220GE তে পাবেন 3.4 GHz স্পীড এবং Athlon 240GE চলবে 3.5 GHz স্পীডে। এদের দাম ধারণা করা হচ্ছে যথাক্রমে ৭০ এবং ৭৫ ডলারের আশে পাশে থাকতে পারে। বর্তমানে Athlon 200GE এখনো বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি ঢুকেনি, তবে আপনারা প্রাইভেটলি প্রসেসরগুলো বিদেশ থেকে আনাতে পারেন।

AMD APU Specifications

Model Cores / Threads Base Clock Boost Clock iGPU OC Support TDP Price (BDT)
Athlon 200GE 2/4 3.2 GHz N/A VEGA 3 No 35 Watt TBA
Athlon 220GE 2/4 3.4 GHz N/A VEGA 3 No 35 Watt TBA
Athlon 240GE 2/4 3.5 GHz N/A VEGA 3 No 35 Watt TBA
Ryzen 3 2200G 4/4 3.5 GHz N/A VEGA 8 Yes 65 Watt 9300
Ryzen 5 2400G 4/8 3.6 GHz N/A VEGA 11 Yes 65 Watt 14500

AMD এর থার্ড জেন রাইজেন নিয়ে যত তথ্য

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot
monperatoto monperatoto monperatoto monperatoto