ফুল সাইজ ট্রাই-মড মেকানিকাল কিবোর্ড in 5000 Taka | Monka 3098 PRO V2

Review video link – https://www.youtube.com/watch?v=x5c03wIhQV0

 আজকে আপনাদের সামনে এনেছি একদম হট কেক MONKA 3098 PRO V2 Tri Mode RGB Hot swappable Mechanical Keyboard ! নাম শুনেই তো বোঝা যাচ্ছে, এইটা কোনো সাধারণ কীবোর্ড না। RGB, ট্রাই-মোড, হট-সোয়াপ—সব কিছু আছে! তো চলেন ,এই কীবোর্ডের ভেতর কী কী গুপ্তধন লুকানো আছে দেখে নেয়া যাক ! আর হা কীবোর্ড টি পাঠিয়েছে Blisstyle electroncis ভিসিট করে  আস্তে পারেন তাদের ওয়েবসাইট থেকে কীবোর্ড বাদে আরো অনেক একসেসোরিজ পেয়ে যাবেন  । 

 

Unboxing-

 

আনবক্সিং এর শুরুতেই দেখতে পাই একটা প্লাস্টিক ডাস্ট কভার। যা আপনার কীবোর্ডকে ধুলোবালি থেকে সেফ রাখবে। এর পর প্লাস্টিক wrap এ মোড়ানো কিবোর্ডটি। একটি type A টু C ক্যাবল, একটি কি ক্যাপ and সুইচ পুলার কম্বো সব শেষে 1টি এক্সট্রা সুইচ। 

 

বিল্ড কোয়ালিটি, লেআউট, কালার- 

 

প্রথমেই আসি বিল্ড কোয়ালিটিতে । MONKA 3098 PRO V2- এর বিল্ড কোয়ালিটি একদম সলিড। বিল্ড কোয়ালিটি এর প্রাইস কে জাস্টিফাই করে বলতে গেলে।  রয়েছে সফট গ্যাসকেট স্ট্রাকচার । 

 

বিল্ড কোয়ালিটি সলিড হওয়ায় এটি আপনার টাইপিং এক্সপেরিয়েন্স এবং সাইন্ড damping এ অনেকটা হেল্প করবে।   পুরো কীবোর্ড টি তৈরি হয়েছে উন্নতমানের প্লাস্টিক দিয়ে, যা দেখতে যেমন সুন্দর, ব্যবহারে তেমনই যথেষ্ট পরিমানে বেশ শক্ত পোক্ত । লেআউটের দিক থেকে এটি 98-কী কমপ্যাক্ট (৯৫% )—মানে ফুল সাইজের সুবিধা, কিন্তু জায়গা নেয় কম । কম্প্যাক্ট হলেও এর কি ট্রাভেল ডিসটেন্স নরমাল ছিলো। 

 

কি বোর্ডটির num pad এর পাশে 4 টা led ইন্ডিকেটর দেয়া যা num lock, caps লক এর মত জিনিসগুলো নোটিফাই করে। কীবোর্ডের চারদিকে একদম ক্লিন শুধু সামনের ডানদিকে মনকা এর ব্র্যান্ডিং। 

পিছনে গেলে দেখতে পাই 4 কোনায় 4টি রাবার ফিটস যা ডেস্কে স্ট্যাবল গ্রিপ নিশ্চিত করে মানে টাইপ করতে করতে কীবোর্ড নাচানাচি করবে না , 2টি হাইট এডজাস্টেবল ফিট যার মাধ্যমে কিবোর্ডটি 2 টি ডিফারেন্ট হাইট এ এডজাস্ট করে রাখতে পারবেন এবং আপনার পছন্দমতো টাইপিং অ্যাঙ্গেল সেট করতে সাহায্য করে।

একদম মাঝখানে marvo x monka এর ব্র্যান্ডিং । সাথে win/ mac সুইচ এবং tri mode bluetooth, wired এবং 2.4 Ghz সুইচ। 

কালার অপশন হিসেবে আমাদের কাছে যে 2টি ইউনিট আছে তার একটি হচ্ছে Salmon এর আরেকটি হচ্ছে wave পার্পল কালার। এছাড়াও এর আরো 2 টি কালার আছে তাদের ওয়েবসাইটে। 

কিবোর্ডটি tri-tone কালারে আসে যার কারণে এটি দেখতে বেশ সুন্দর ও প্রিমিয়াম লাগে। 

এরকম একটা কি ক্যাপ সেট নিতে গেলেও আপনার 2000 টাকার মত খরচা হয়ে যেতো। 

 

কীক্যাপ

MONKA 3098 PRO V2-তে ব্যবহৃত হয়েছে PBT ডাবল-শট কীক্যাপ (Cherry Profile)। কি ক্যাপ গুলো shine through না। রাতে অন্ধকারে চুপি চুপি টাইপিং করতে একটু সমস্যায় পড়তে পারেন। এগুলো টেকসই, ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টেন্ট এবং দীর্ঘদিন ব্যবহারের পরও লেখা মুছে যাবে না। 

কি ক্যাপস গুলোর কোয়ালিটি ভালো হওয়ায় টাইপিং এর সময় rattling পাবেন না এবং সাইন্ড ড্যাম্পিং এও অনেকটা হেল্প করে। 

 

Switch variant –

কিবোর্ড টি মার্কেটে 4 টি সুইচ ভ্যারিয়েন্ট এ available। 

Cherry Pink

Cherry Powder

Hyacinth

Sea Salt

 

আমাদের কাছে যে দুইটি ভ্যারিয়েন্ট পাঠানো হয়েছে সেটি হলো Sea salt & Cherry pink 

এর মধ্যে sea salt টা tactile এবং cherry pink টা linear। 

Sea salt সুইচ ভ্যারিয়েন্ট টি tactile হলেও একদম clicky সাউন্ড টা পাইনি। একটু brown সুইচ এর মত সাইন্ড । কি pressing এ বেশ ভালো একটা বাম্প ফিল করা যায়। 

সুইচটির টোটাল ট্রাভেল ডিসটেন্স – 3.3 mm 

Spring length – 21mm 

Actuation force – 45g 

অন্যদিকে Cherry পিংক সুইচ টি linear সুইচ। অনেক খোঁজাখুঁজি করেও এর কোনো ডিটেইলস আমরা অনলাইনে পাইনি। তবে এর একচুয়েশন ফোর্স sea salt এর থেকে কম। যেহেতু linear সুইচ তাই এর সাইন্ড প্রোফাইল ও অনেকটা সাইলেন্ট। 

এর কোনো ইনফরমেশন না থাকলেও এর  আরেকটি সুইচ ভ্যারিয়েন্ট cherry powder এর কিছু ইনফো আমরা পেয়েছি। 

Cherry powder এর actuation force – 55g 

এবং এর টোটাল ট্রাভেল ডিসটেন্স – 40mm 

এটি একটি fully hot swappable কিবোর্ড । ডিফল্ট ভাবে এর সুইচ গুলো 5 পিন সুইচ তাই আপনি চাইলেই আপনার পছন্দ মত after market 5 অথবা 3 পিন সুইচ swap করে নিতে পারবেন। 

 

লুব ও স্ট্যাবিলাইজার

 

স্ট্যাবিলাইজারগুলো ফ্যাক্টরি লুবড, ফলে বড় কী-গুলোও ক্লিক করলে কোনো র‍্যাটল বা অস্বস্তিকর শব্দ হয় না।একদম মসৃণ! 

 

কানেক্টিভিটি

 

এই কীবোর্ডের সবচেয়ে আসল মজার ফিচার হলো ট্রাই-মোড কানেক্টিভিটি—

2.4GHz ওয়্যারলেস (গেমিংয়ের জন্য ল্যাগ-ফ্রি)

Bluetooth 5.0 (একাধিক ডিভাইসের সাথে সহজ কানেকশন) , ব্লুটুথ ইউজ করে আপনি একসাথে 3 টি ডিভাইস কানেক্ট করতে পারবেন। এবং fn+ 1,2,3 key ইউজ করে ডিভাইস সুইচ করতে পারবেন। 

 

USB Type-C ওয়্যারড (চার্জিং ও সর্বাধিক স্ট্যাবিলিটির জন্য)ডিভাইস সুইচ করা খুবই সহজ ও স্মুথ।

 

ব্যাটারি লাইফ

 

এতে রয়েছে ৪০০০mAh ব্যাটারি, যা এক চার্জে ২০ দিন পর্যন্ত চলে (তারা assume করছে)RGB অন থাকলেও।অর্থাৎ, চার্জ নিয়ে ভাবার সময় কম, কাজ বা গেমিংয়ের সময় বেশি।

 

ডিসপ্লে

এই কীবোর্ডের আরেকটি ইউনিক ফিচার হলো ইন-বিল্ট TFT ডিসপ্লে। এখানে আপনি দেখতে পারবেন তারিখ, সময়, কানেকশন মোড, ব্যাটারি স্ট্যাটাস—এমনকি নিজের মতো কাস্টম gif, pic সেট করতে পারবেন। এছাড়াও Fn এবং arrow কি ব্যবহার করে আপনি এই ডিসপ্লে তে নেভিগেট করতে পারবেন। এভাবে চাইলেই আপনি অ্যাপ ছাড়াই RGB এর কালার, effect ও স্পিড কন্ট্রোল করতে পারবেন। 

 

সাউন্ড টেস্ট

 

এবার চলুন, কীবোর্ডের সাউন্ড কেমন সেটা শুনে নেই। 

গ্যাসকেট মাউন্ট ও লুবড স্ট্যাবিলাইজারের কারণে সফট, থক-থকি সাউন্ড পাবেন। 

 

RGB / লাইটিং

এতে রয়েছে সাউথ-ফেসিং ডায়নামিক RGB ব্যাকলাইটিং; সাউথ-ফেসিং মানে চোখে ঝিলমিল  লাগবে না , যেখানে রয়েছে মাল্টিপল বিল্ট-ইন ইফেক্ট। মিউজিক্যাল লাইটিংও আছে—আপনার মিউজিকের সাথে লাইটিং সিঙ্ক করবে।গান বাজাও, আলো নাচবে! 

লাইট কন্ট্রোল সিস্টেম, সফটওয়্যার

লাইটিং এবং অন্যান্য সেটিং কীবোর্ড থেকেই কাস্টমাইজ করতে পারবেন, আবার ডেডিকেটেড সফটওয়্যার দিয়েও।সফটওয়্যারে RGB ইফেক্ট, কী রিম্যাপ, ডিসপ্লে সেটিংস—সবই কাস্টমাইজ করা যায়।একদম নিজের কীবোর্ড, নিজের নিয়মে সব সেট করে নিতে পারবেন। 

 

কনক্লুশন

সব মিলিয়ে, MONKA 3098 PRO V2 Tri Mode হলো একদম প্রিমিয়াম, কাস্টমাইজেবল এবং মাল্টি-ফাংশনাল মেকানিক্যাল কীবোর্ড।এর বিল্ড কোয়ালিটি, কানেক্টিভিটি, ব্যাটারি, RGB—সবই টপ-নচ আছে । হট-সোয়াপ, ডিসপ্লে, বড় ব্যাটারি—আর কী চাই? বাজেট থাকলে গেমার, প্রফেশনাল, কিংবা কীবোর্ড এনথুসিয়াস্ট সবার জন্যই পারফেক্ট চয়েস।

 

আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে!

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet kampungbet link slot toto slot kampungbet kampungbet kampungbet kampungbet kampungbet
situs slot slot 4d situs togel