কিছুদিন আগে Farlight 84 গেমটা রিলিজ হওয়ার পর রিভিউতে অনেকেই সেটাকে ফ্রিফায়ারের কার্বন কপি বলেছেন। মাসখানেক আগে আরেকটি নতুন FPS মোবাইল গেম গ্লোবাল রিলিজ পেয়েছে। গেমটির নাম Delta Force Mobile। আমরা যারা ৯০ দশকের গেমার রয়েছি তাদের কাছে ডেল্টা ফোর্স সিরিজটি বেশ পরিচিত এবং জনপ্রিয়। সেই ছোট বেলায় Project IGI এর সাথে আমরা ডেল্টা ফোর্স খেলতাম। তারপর সময়ের সাথে সাথে সিরিজটিও ২০০৫/২০০৬ এর পর হারিয়ে গেল। প্রায় ১৩/১৪ বছর পর প্রপার এলিমেন্ট নিয়ে ডেল্টা ফোর্স গেমটি কাম ব্যাক করেছে। আর এক কথায় বলতে গেলে মোবাইলে Delta Force নিয়ে এসেছে Next Gen গেমপ্লে।
আমি নিজে গত একমাস ধরে গেমটির চতুর্থ সিজন খেলেছি। আর তারপরেই আজকের রিভিউ লিখতে বসেছি। বলা বাহুল্য যে, আমি কোনো গেমের রিভিউ করতে গেলে ৩/৪ দিন খেলার পর গেমটি রিভিউ করি। কিন্তু এই গেম আমার কাছে এতটাই ভালো লেগেছে যে পুরো একটা সিজনে চারটি একাউন্ট তৈরি করে সবগুলোতে ১০০% কমপ্লিট করে তারপর রিভিউ লিখছি।
গেমটির নির্মাতা হচ্ছে Team Jade । গেমটি গ্লোবালি পাবলিশ হয়েছে Timi Studio Group আন্ডারে এবং সাউথ এশিয়াতে Garena এর আন্ডারে গেমটি উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস, প্লেস্টেশন এবং এক্সবক্স কনসোলে খেলা যাবে। গেমটি পিসি প্লাটফর্মে রিলিজ পেয়েছে ২০ জানুয়ারি ২০২৫ এবং মোবাইলে ২১ এপ্রিল ২০২৫ সালে রিলিজ পেয়েছে।গেমটি রিলিজ হয়েছে। গেমটিতে ব্যবহৃত হয়েছে Unreal Engine 4 এবং 5 ।
গেমটিকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে: ১। Warfare, ২। Operation
প্রথম অংশ: Warfare
ওয়ারফেয়ার অংশটি টিপিক্যাল মোবাইল FPS শুটারের মতোই ।বর্তমানে গেমটিতে 7/8 টি ম্যাপ রয়েছে। প্রতিটি ম্যাপে ২৪ vs ২৪ হিসেবে ৪৮ জন প্লেয়ার দুটি টিমে একে অপরের বিপক্ষে খেলবে। ওয়ারফেয়ারে দুটি গেম মোড রয়েছে। Attack and Defend আর King of the Hill ।
Attack and Defend গেম মোডে দুটি দল থাকবে। একদল Attack করবে এবং একদল Defend করবে। অ্যাটাক টিম সীমিত সংখ্যক Respawn নিয়ে Defend টিমের কয়েকটি Strongpoint আক্রমণ করে দখল করার চেষ্টা করবে। অন্যদিকে Defend টিমের কাজ হচ্ছে তাদের Strongpoint গুলো অ্যাটাক টিম থেকে রক্ষা করা। ডিফেন্ড টিমের আবার আনলিমিটেড Respawn রয়েছে।
অন্যদিকে King of The Hill গেম মোডে প্রতিটি ম্যাপে ৩/৪টি পয়েন্ট থাকবে। দুটি দলকেই পয়েন্টগুলো ক্যাপচার করে এবং ক্যাপচারে রেখে স্কোর অর্জন করতে হবে। নির্দিষ্ট পরিমাণের পয়েন্ট কিংবা টাইম আউট হবার সময় বেশি স্কোরকৃত টিম বিজয়ী হবে।
অপেক্ষাকৃতভাবে Attack and Defend মোডে Rank পয়েন্ট বেশি এবং খেলতেও একটু বেশি সময় লাগে। যারা Rank Grind করবেন তাদেরকে আমি বলবো আপনারা Attack and Defend খেলুন।
গেমটিতে অনেকগুলো অস্ত্র রয়েছে, সকল অস্ত্র ১০০% কাস্টমাইজেবল। Warfare এ অস্ত্র আনলক করা যাবে প্লেয়ার লেভেল আপ করার মাধ্যমে। এছাড়াও আপনি যদি Operation মোডে নতুন অস্ত্র লুট করতে পারেন তাহলে সেটা Warfare এ আনলক হয়ে যাবে।
গেমটিতে এখন পর্যন্ত (সিজন ৫) ১১টি ভিন্ন প্লেয়ার ক্যারেক্টার রয়েছে। আর রয়েছে ৪টি ভিন্ন ক্যাটাগরি। সকল প্লেয়ারেই নিজস্ব আলাদা ভিন্ন পাওয়ার রয়েছে।
গেমটি খেলতে হলে মোটামুটি পাওয়ারফুল ডিভাইস প্রয়োজন। বিশেষ করে লো মিডরেঞ্জ ডিভাইসে ৮ জিবি Ram হলেই গেমটি Low সেটিংয়ে খেলতে পারবেন। তবে ৮ জিবি Ram এর ডিভাইসে এই গেমটি বর্তমান সিজনে কিছুটা ল্যাগি মনে হচ্ছে আমার কাছে।
দ্বিতীয় অংশ: Operation
ব্যক্তিগতভাবে আমার কাছে গেমটির সবথেকে প্রিয় জিনিস হচ্ছে Operation Mode । সিজন ৫ এ ওপারেশন মোডে নতুন করে ২টি ম্যাপ যুক্ত করা হয়েছে। টোটাল ৪টি ভিন্ন ম্যাপে আপনি Solo কিংবা ৩জনের Team এর হয়ে খেলতে পারবেন। Operation এর কনসেপ্ট হচ্ছে অফলাইন ক্যাম্পেইন এর মতো। যেখানে আপনার প্রধান কাজ হচ্ছে যতটা সম্ভব লুট কালেক্ট করা এবং Extract হওয়া। কিন্তু এখানে টুইষ্ট হচ্ছে ম্যাপে আপনার সাথে আরো ৩/৪টি দল নামবে এবং তাদের বিপক্ষেও আপনাকে খেলতে হবে।
অপারেশন মোডে আনলিমিটেড Spawn, হেল্থ রিকোভারি, আরমর রিকোভারি ইত্যাদি নেই। তাছাড়াও Ammo ও আপনাকে সংগ্রহ করতে হবে। আবার তারউপর টুয়িস্ট হচ্ছে আপনি অপারেশনে যা যা নিয়ে মাঠে নামবেন যদি ম্যাপের শত্রুর কাছে কিংবা অন্য প্লেয়ার যদি আপনাকে মেরে ফেলে তাহলে আপনার কাছে থাকা সকল আইটেম পড়ে যাবে যা ওই প্লেয়ার লুট করতে পারবে। একইভাবে আপনিও যদি অন্য প্লেয়ারকে মারতে পারেন তাহলে ওই প্লেয়ারেও যাবতীয় আইটেম আপনি লুট করতে পারবেন।
উল্লেখ্য যে অপারেশন এবং ওয়ারফেয়ার দুটি মোডেই রয়েছে একদম ভিন্ন Ranking এবং প্লেয়ার লেভেল সিস্টেম। তাই এই গেমে প্রচুর সময় আপনাকে ব্যয় করতে হবে যদি দুটি মোডেই সর্বোচ্চ Rank এ পৌঁছাতে চান।
পরিশিষ্ট:
বর্তমানে মোবাইল জগতে ভালো মানের FPS গেমের বড়ই অভাব। শুধুমাত্র CODM এবং Farlight চলে আসার পর এখন নতুন গেম ভালোই রিফ্রেশ আনবে। দেখার বিষয় হচ্ছে Dev রা কতটুকু পলিশ করতে পারে কারণ Delta Force Mobile গেমটায় অনেক পটেনশিয়াল রয়েছে।