হতাশার দিন মনে হয় কমে এল। গতকাল স্যাফায়ারের জিপিউ গুলার প্রাইস ড্রপের পর থেকে যেন ঈদ প্রতিটা গেমারের ঘরে ঘরে। এ যেন ঈদের আগেই ঈদ।
এবার অন্য ব্রান্ডগুলোর মত টেক জায়ান্ট আসুসও তাদের জিপিউর প্রাইস ড্রপ করল। মিড-হাই এন্ড এবং মিড রেঞ্জ কার্ড গুলোর প্রাইস কমানো হয়েছে। কার্ডগুলোর প্রাইস প্রায় ৬ থেকে ৯ হাজারের মত ড্রপ করেছে।
বেশ কিছুদিন যাবৎ আমরা শুনে আসছিলাম আন্তর্জাতিক বাজারে গ্রাফিক্স কার্ডের দাম কিছুটা কমে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে এম এস আর পি অর্থাৎ লঞ্চে নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে।
মূলত ক্রিপ্টোকারেন্সি মাইনিং এর জন্য ASIC এর ডেডিকেটেড মাইনিং মেশিন বের হবার কারণে গ্রাফিক্স কার্ডের ডিমান্ড অনেকটাই কমে গিয়েছে।
তবে আন্তর্জাতিক বাজারে প্রাইস কমলেও এতদিন বাংলাদেশের বাজারে পুরোন স্টক থাকায় দামের কোন পরিবর্তন লক্ষ্য করা যায় নি।
আফসোস যারা গত সপ্তাহে বা কয়েকদিন আগেই জিপিউ কিনেছেন। আর যারা অপেক্ষা করছেন এন্ট্রি লেভেলের কার্ড গুলোর প্রাইস কমার তাদের জন্য আপাতত কিছু বলা যাচ্ছে না কিন্তু প্রাইস ড্রপের একটা আশা রাখা যায়। আর ১০৮০ এবং ১০৮০টি-আই এর ব্যাপারে কোন কিছু বলা হয় নি এখনো পর্যন্ত।
অফিসিয়াল প্রাইস অনুযায়ী কার্ডগুলোর প্রাইস হল,
Graphics Card Models | Old Price | New Price |
ROG-STRIX-GTX1070TI-A8G-GAMING | 74000Tk | 65000Tk |
CERBERUS-GTX1070TI-A8G | 72000Tk | 61500Tk |
DUAL-GTX1070-08G | 60000Tk | 54500Tk |
ROG-STRIX-GTX1060-DC206G | 42500Tk | 37000Tk |
DUAL-RX580-080 | 43000Tk | 35000Tk |
DUAL-RX580-04G | 40000Tk | 31000Tk |
ROG-STRIX-RX570-04G-GAMING | 37000Tk | 30000Tk |
সোর্সঃ ASUS Republic of Gamers Bangladesh
আরও পড়ুনঃ GPU price drops in Bangladesh