Intro: আজকে রিভিউতে থাকছে একটি carve gaming monitor , যা LG তরফ থেকে এসেছে , মডেল LG Ultragear 39gs95qe ।
Unboxing: দেখে আসা যাক এই বিশাল বক্সের মধ্যে box content হিসেবে থাকছে প্রথমে io ports cover , এর পাশে থাকতে ছোট একটি বক্স যার মধ্যে রয়েছে কিছু এক্সেসরিজ , বক্সের মধ্যে আছে পাওয়ার কেবল , এডাপ্টার HDMI cable ও dp cable রয়েছে আরো USB A to B cable , ছোট একটি কেবল হোল্ডার, এন্ড কিছু useless কাগজপত্র । এছাড়াও রয়েছে বেস্ট প্লেট ও স্ট্যান্ড । And at last থাকছে আকাঙ্ক্ষিত মনিটরটি।
Assemble Process: অ্যাসেম্বল সহজ ছিল , আজকে Assemble Process toolless হতে যাচ্ছে , প্রথমে standকে নির্দিষ্ট স্থানে প্লেস ইন করতে হবে then হাত দিয়ে বেসপ্লেটকে stand এর সাথে স্করুইন করতে হবে। করলে assemble complete ।

OUTLOOK AND BUILD QUALITY : মনিটরের body প্লাস্টিক মেড কিন্তু io ports shield stand and base plate এরমধ্যে মেটালের ছোঁয়া রয়েছে । Backside থেকে overview দিলে প্রথমে চোখে পড়বে lg এর Ultragear logo টি , logo টি মধ্যে রয়েছে purple reflective accent ,and এর দুই পাশে LED রয়েছে , led ডিজাইনটি চেঞ্জ হয়েছে ২০২৩ এর মডেল থেকে এখন এলইডিটি মাউন্টিং পয়েন্ট পর্যন্ত রয়েছে এর আগে যায়নি । and VESA mount জন্য 100* 100 চারটি screw holes রয়েছে stand যেখানে place হয় তার নিচে। এছাড়াও রয়েছে bottom io port ,দেখে নেয়া যাক কি কি port রয়েছে 1 x USB 3.2 (Type-B; upstream)
►2 x USB 3.2 (Type-A; downstream)।
►2 x HDMI 2.1
1 x DisplayPort 1.4
ও সাথে রয়েছে পাওয়ার port । এবং osd control এর জন্য joystick ও রয়েছে কিন্তু, hidden সামনে মাঝখান থেকে হাত দিলে ছোট একটি joystick পাবেন ও একবারে bottom এ এজে একটি 3.5 mm Audio Out (DTS: X; 4-pole পোর্ট রয়েছে ও bottom এ দুই পাশে air vent রয়েছে এর পাশে রয়েছে Kingston Lock । Stand এর পিছনে
Ultragear লেখা রয়েছে ও Stand এর মধ্যে cable management জন্য hole রয়েছে hole টিতে light purple accent আছে, ২০২৩ model থেকে stand এর ডিজাইন একটু চেঞ্জ হয়েছে এখন একটু L shape এর হয়েছে stand টি । এবার Front side এ আসা যাক থাকছে ৪ সাইডে borderless design।
Adjustment feature:
এখানে . Adjustment feature হিসাবে থাকছে
Height adjustment ≈120 mm (millimeters) ও রয়েছে Tilt -10~15º Swivel -10 ~ 10˚
Display : let’s move on to the next display section ।এটি একটি 38.5 ইঞ্চির এর 3440 × 1440 পি 240hz এর W OLED প্যনালের মনিটর যার মনিটর curvature 800R । Normally আমরা মনিটরে ,1000r 1500R 1800 R curvature দেখতে পাই কিন্তু এই মনিটরে curvature 800R যা extreme curve বলা যাই ।
ও viewing আছে 178 ° হরাইজন্টু এন্ড ভার্টিকাল ।এই মনিটরে color support করে 30 bit and মনিটারটি penal bit depth 10 bits । মনিটরটির Pixel pitch 0.266 mm এন্ড Pixel density 98 ppi এছাড়াও aspect ratio 2.389:1 ও , static contract 1500000:1 রয়েছে। And এই মনিটরে display coating হিসেবে থাকছে anti glare low reflection coating/ matte । চলুন এইবার তাদের কিছু claim দেখে নেওয়া যাক , তারা দাবি করেছে 0.03 ms response যা OLED এ কমোনই এছাড়াও HDR10 ও Display HDR 400 true black রয়েছে
Additional Features :
► 4-Side Virtually Borderless Design
► AMD FreeSync Premium Pro
► Auto Input Switch
► Black Stabilizer
► Color Calibrated
► Color Weakness Mode
► Crosshair
► Display Stream Compression (DSC)
► Dual Controller
► Dynamic Action Sync
► FPS Counter
► Factory Calibration
► HDR Effect
► NVIDIA G-Sync Compatible
► Picture-by-Picture
► Picture-in-Picture
► Picture Mode
► Reader Mode
► RGB Hexagon LED Lighting
► Smart Energy Saving
► True Color Pro
► User Define Key
OSD settings: Osd settings টি on করলে LG এর gaming osd ui টি দেখতে পাই। এই
Osd কিছু উল্লেখযোগ্য features হয়েছে
Game Mode
Adaptive-Sync
Black Stabilizer
Crosshair
FPS Counter
Game Reset
Grightness
Peak Brightness
Contrast
Sharpness
Gamma
Color Temp ।
Ufo test :
চলুন দেখে আসি আমাদের UFO Ghosting টেস্ট এর রেজাল্ট। যারা আমাদেরকে রেগুলার ফলো করেন তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই মনিটরে কেমন Ghosting হতে পারে ,
ভিডিওতে দেখা যাচ্ছে ০ Ghosting । এই মনিটরটিতে কোন প্রকার গোস্টিং নেই কারণ এটি একটি OLED প্যনালের মনিটর ।
Color accuracy : Color accuracy টেস্টের জন্য আমরা আমাদের চিরচেনা পাইডার ফাইভ elite toolটি ইউজ করছি ও sorry Calman .. ইউজ করছি।
Adobe RGB: 95.3%
P3 : 92.6%
sRGB: 118.8%
Ntsc : 91.5%
এন্ড avg Delta E পেয়েছি 2.52 ও max Delta E পেয়েছি 4.64
Blooding Test :
মনিটরটিতে আমরা ব্যাকলাইট ব্লিড টেস্টটি করছি , আমরা কোনো প্রকার ব্লিড বা glow দেখতে পাইনি। কারণ এটি একটি OLED প্যনালের মনিটর , OLED মনিটরে পিক্সেলগুলো প্রতিটি লাইট জেনারেট করতে পারে তাই এই type এর মনিটরগুলোতে Blooding থাকে না।
Brightness test: Brightness test এর জন্য আমার calman use করেছি। Result পাটে যাওয়া আগে তারা কত দাবি করেছে তা দেখে নেওয়া যাক , তারা দাবি করছে 275 nits ।
SDR এ peak brightness on করে 440 nits পেয়েছি 1% windowsএ , 25% window এ Brightness পেয়েছি 435 এর মত and 50% windows এ Brightness পেয়েছি 325 , 75% window এ পেয়েছি 285 nits ও 100 % window এ পেয়েছি 275.01 nits ।
SDR এ peak brightness off করে 1 % window থেকে 50 % পর্যন্ত 280 nits পেয়েছি and 75 % থেকে 100% আমরা 265.82 nits পেয়েছি।
HDR mode peak brightness on 1% window এ 1010 nits পেয়েছি and 10% window এ 550 nits পেয়েছি ,25 % window এ 350 nits পেয়েছি, 50 % window এ 275 nits পেয়েছি ও 75% window এ 248 পেয়েছি ও 100 % window এ 238.53 nits পেয়েছি।
User experience
:
আমরা এই মনিটর অনেক দিন ধরে ব্যবহার করছি editing gaming সহ overall সকল কাজে ব্যবহার রয়েছে। প্রথমে gaming experience কথা বলে outstanding ছিল ।
মনিটরে আমার velorant,forza horizon 5, the finals , red dead redemption , Tekken marvel rivals and আরো অনেক game খেলা হয়েছে। Content watching ক্ষেত্রে overall okay ছিল কিন্তু web browsing এর সময় টেক্সট ক্লিয়ারিটি জন্য problem faced করতে হয়েছে ।চলুন এই বার টেক্সট ক্লিয়ারিটি নিয়ে কিছু কথা বলা যাক, কষ্টের সাথে বলতে হচ্ছে এই মনিটরে টেক্সট ক্লিয়ারিটি এন্ড মোটামুটি , এইটার অনেক কারণ হতে পারে main reason যা আমি মনে করছি তা হলো 39 ইঞ্চির মিনিটরে 3440 × 1440 Resolution and Pixel density 98 ppi , যা এই মনিটরে একটি downgrade এখানে ppi 110 এর উপরে হওয়া উচিত ছিল । And তাদেরই 34 ইঞ্চির model এ 3440 × 1440 Resolution 109 ppi যা ideal বলা যাই , and 34 ইঞ্চির এই মনিটরে টেক্সট ক্লিয়ারিটি better ।
Pros
অসাধারণ গেমিং পারফরম্যান্স: OLED প্যানেলের কারণে কোনো গোস্টিং নেই, 240Hz রিফ্রেশ রেট এবং 0.03ms রেসপন্স টাইমের মাধ্যমে খুবই স্মুথ experience পাওয়া যাই
এক্সট্রিম কার্ভেচার: 800R কার্ভেচার গেমিং ও কনটেন্ট দেখার জন্য অত্যন্ত ইমার্সিভ experience প্রদান করে
All Adjustment feature যা মনিটরে user experience better করে তুলে
এ ছাড়াও AMD FreeSync Premium Pro, NVIDIA G-Sync, Picture-by-Picture এবং Picture-in-Picture মোড সমর্থন। Features রয়েছে
Cons :
Text Clarity Issues: Due to 3440×1440 resolution 39-inch এ screen
কম পিক্সেল ডেনসিটি: 34 ইঞ্চি মডেলের তুলনায় পিক্সেল ডেনসিটি কম, যা শার্পনেস কমিয়েছে।
High Power Consumption : OLED technology এবং HDR ফিচারগুলো বেশি বিদ্যুৎ খরচ করতে পারে।
ওয়েব ব্রাউজিং অভিজ্ঞতা: টেক্সট ক্লিয়ারিটির সমস্যা ওয়েব ব্রাউজিংকে less enjoyable করে ।
স্ট্যান্ড ডিজাইন: কার্যকর হলেও L-শেপ স্ট্যান্ডটি বেশি ডেস্ক স্পেস নেয়।
And একটি type c Port দেওয়া যেত ।