INTRO : আজকে আমরা কথা বলবো একটা ফ্যান Favourite মনিটর নিয়ে 180hz Ips display,Adaptive synch support এবং দামে Dahua কেউ টেক্কা দিচ্ছে,মাত্র 21,700 টাকা, কথা বলছি Thunder robot LF25180 নিয়ে, দেখা যাক দামে কম হলেও, মানে ভালো কিনা? আপনাদের সাথে আছি আমি অনন্যজামান আপনারা দেখছেন…. পিসি বিল্ডার বাংলাদেশ!
Unboxing : Unboxing দেখে আসা যাক আনবক্স করলেই box content হিসেবে থাকছে বরারবরের মত কিছু পড়াশোনার কাগজপত্র , mount জন্য bracket , ,screw আর রয়েছে dp cable ,পাওয়ার এডাপটার এরপর থাকছে বেসপ্লেট , ও stand and at last থাকছে আকাঙ্ক্ষিত মনিটরটি।
Assembly Process:
এই মনিটরটির Assembly এর জন্য screwdriver এর প্রয়োজন হবে । প্রথমে stand কে মনিটরে body এর হুকের মধ্যে স্করুইন করতে হবে । then বেসপ্লেটকে stand এর সাথে স্করুইন করতে হবে।
OUTLOOK AND BUILD QUALITY : এই মনিটার BUILD কোয়ালিটি নিয়ে বললে BUILD QUALITY ছিল মোটামুটি ভালো । মনিটরের full body প্লাস্টিক মেড but stand and বেজ প্লেট সম্পূর্ণ মেটালের ।back থেকে Overview দিলে প্রথমে চোখে পড়বে খাস কাটা খাস কাটা ডিজাইনটি and নিচের এরিয়াটি ফুলানো , এখানে pcb এরিয়া রয়েছে। ফুলানো এরিয়া উপরে air vent রয়েছে ও button left এ রয়েছে io Ports , এই মনিটরে port হিসেবে পাচ্ছি একটি hdmi , একটি dp ,ও audio port এর ডান পাশে রয়েছে power port and বাম পাশে রয়েছে osd control এর জন্য joystick। মনিটরটির পিছনে এরিয়া তারা ক্লিন রেখেছেন, vasa mount এর জন্য screw holes দেয়নি এর পরিবর্তে তারা vasa adaptor দিয়েছে যা সহজে থার্ড পার্টি মাউন্ট ব্যবহার করে মাউন্ট করতে পারবেন । । এরপর মনিটরটির Bottom এ 2টি air vent রয়েছে এছাড়াও কাঁচের মত plastic দেওয়া আছে ছোট একটি এরিয়া তে । এর পাশে কিছু instruction দেওয়া আছে।
Front side এ আসা যাক , থাকছে তিন সাইডে থাকছে minimal bezel ,মনিটরটির Front নিচে বর্ডারে মিডিলে thunderobot এর branding রয়েছে ও একবারে ডাইন সাইডে ছোট একটা indicator right রয়েছে । মনিটরটির weigh 4.28KG ।
Adjustment feature : Adjustment feature হিসেবে এই মনিটরে থাকছে শুধু tilt support ।
Display Technology :
এই বার মনিটরের মূল আকর্ষণ display তে আসা যাক ।এটি একটি 27 ইঞ্চির এর 1080 পি 180hz এর fast ips প্যনালের মনিটর। মনিটরটির Viewing Angle( 178° horizontal and vertical
Brightness তারা max দাবি করেছে 250 nits
And Contrast রেশিও টিপিক্যাল আইপিএস প্যানেল এর মত 1000:1, Dynamic Contrast Ratio: 1000000:1, Aspect Ratio 16:9 and
মনিটরটিতে Color সাপোর্ট করে 16.7M এবং মনিটরটিতে কত bit প্যানেল ব্যবহার করা হয়েছে এই ব্যাপারে কোনো information আমার খুঁজে পাইনি । And Response time(MAX.) 1ms বলা হয়েছে । এছাড়াও FreeSync support রয়েছে . এন্ড তারা 99% sRGB color gamut দাবি করেছে।
এই মডেলের প্যানেল manufacturers হল CSOT, যা TCL-এর অধীনে আসে। TCL-এর প্রধান লক্ষ্য হল best Colour accuracy Output দেয়া । CSOT এর প্যানেলগুলি এখন বেশিরভাগ high end OLED মনিটরে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এই এন্ট্রি-লেভেল বাজেটে IF25 panel ভালই colour accuracy দেখাতে পারে । এতে প্রায় ০% গস্টিং দেখা যায়, যা একটি বড় প্লাস বলা যায়।
OSD settings: OSD SETTINGS এর একটা overview দেওয়া যাক , এই মনিটরটির osd ui একটু futuristic feel দেয় । Osd menu এর উল্লেখযোগ্য features হল , ৫টি কালার মোড যেমন Standard Mode ,RTS/RPG Mode ,FPS Arena Mode ,MOBA Arena Mode , এছাড়াও রয়েছে, Adaptive-Sync ,Shadow Balance , MPRT and response time জন্য ৪টি mode যেমন off , normal, fast ,ultra fast । Osd control জন্য joystick দেওয়া হয়েছে তাও osd control করতে প্রথম প্রথম আপনার অসুবিধা ফেস করতে হবে।
color accuracy : এইবার আসা যাক কালার একুরেসি প্রসংগে
টেস্টের জন্য ব্যবহার করা হয়েছে Spyder elite 5 toolটি ।
result হিসেবে পেয়েছি
99% Srgb ও 85 of adobe rgb
Delta e পেয়েছি average 1.19
এছাড়াও Rte mode Delta e পেয়েছি 3.93
Brightness Test :Brightness test এর জন্য আমরা লাক্স মিটার ব্যবহার করছে , টেস্ট result দেখার আগে দেখে নেওয়া যাক তার কত দাবি করেছে, দাবি করেছে ২৫০ nits । অন্যদিকে আমাদের test High brightness পেয়েছি 354.0 nits and average brightness 300 nits up পেয়েছি । দাবি থেকে average 100 nits এর মত বেশি পেয়েছি বলতে গেলে অনেক টা বেশি বলা যাই।
Glow or Bleeding Issues: মনিটরটিতে আমরা ব্যাকলাইট ব্লিড টেস্টটি করছি , আমরা কোনো প্রকার ব্লিড পাইনি but কিন্তু কিছু জায়গায় গ্লো দেখতে পেয়েছে।
ghosting Test :
Ghosting টেস্টে এই মনিটর কেমন perform করে চলেন দেখে আসি। , এই মনিটরটিতে ৪ টি response time mode রয়েছে . Off mode এ আমরা সাইডলি inverse ghosting দেখতে পাইছি। এরপর আমার normal mode test করি , normal mode ও আমার just inverse দেখতে পাই । Fast mode এ আসন্নরূপভাবে ভালো perform করেছে, just second layer এ হালকা trall ছিল। Then ultra fast mode এ আমরা motion blur দেখতে পেয়েছি 1st and 2nd layer এ । high inverse ghosting দেখতে পাইছি 2nd and 3 layer এ । এর আগে blur blaster এ ghosting যে result গুলো ছিল এগুলো হয়েছে blur blaster এর ৪টি recommend mode এর মধ্যে একটি, 1080 display জন্য 2টি recommended mode রয়েছে এরমধ্যে আমার previous mode গুলোর মধ্যে আমরা 960 দিয়ে টেস্ট করেছে । এর পরের টেস্টগুলো 1080 display জন্য recommend যে আরেকটি মোট রয়েছে তা ব্যবহার করব
Mprt + off : এই test mode এ mprt on ছিল কিন্তু response time off ছিল , ৩টি লেয়ারে inverse ghosting রয়েছে এছাড়াও overshoot ও রয়েছে কিন্তু তেমন একটা বেশি ছিল না। Normal+ Mprt : Normal+ Mprt mode এ প্রথম ও deep লেয়ারে inverse ghosting and overshoot অনেক visible ছিল এরপর second / medium লেয়ারে inverse ghosting visible ছিল কিন্তু প্রথম লেয়ার থেকে কম ছিল । Overshoot এই লেয়ারে প্রথম লেয়ার থেকে বেশি ভেজিটেবল ছিল ও বেশি ছিল।
3rd লেয়ারটির মধ্যে সবচেয়ে বেশি ghosting ছিল। আমার আর test করেছি যেগুলো বলতে গেলে videoটি বড় হয়ে যাবে, তাই screen দেওয়া হয়েছে দেখে নিতে পারেন। : প্রত্যেকটা মোট টেস্ট করার পরে গেমিং এর জন্য বেস্ট mode হয়েছে Adaptive-Sync + fast mode । এই মোডে এ আমরা বেস্ট আউটপুট্টি পেয়েছি । সব মুডে টেস্ট করার পরে আমরা সবচেয়ে কম ঘোসিং দেখেছি fast mode এ ।
User Experience : User Experience ভালো ছিল, gaming এ performance ভালো ছিল ।
আমার velorant , god of war , specter divid, , Spyder man , PREDECESSOR এর মত আর অনেক game খেলেছি। Day to day ব্যবহারের জন্যও মনিটরটি বেশ কার্যকর। ওয়েব ব্রাউজিং, ডকুমেন্ট এডিটিং, এবং অন্যান্য সাধারণ কাজগুলো করতে এটি খুবই সুবিধাজনক।
Pros :
- 24.5 inch , 1080p, সাথে 180 Hz Compact একটা প্যাকেজ বলা যায়
- গেমিং মনিটর হলেও কালার একুরেসি ভালো বলা যাই । যদি এই মনিটর দিয়ে editing এর প্লেন থাকে তাহলেও ভালো মতেই করতে পারবেন । আপনাকে নিরাস করবে না এই মনিটর।
- কালার অ্যাকুরেসি 99% Srgb ও Delta E 1.19
- মনিটরটিতে আমরা ব্যাকলাইট ব্লিড পাইনি আমাদের ইউনিটিতে । ব্লিড এর বিষয়টি এক ইউনিট থেকে অন্য ইউনিট এ different হয়ে থাকে।
Cons :
- Adjustment feature কম রয়েছে। At least Height Adjustment এর feature থাকলে better হতো।
- VESA mount জন্য কোনো screw holes নাই এর পরিবর্তে mount জন্য vasa adaptor দেওয়া হয়েছে যা তেমন একটা কাজের মনে হয় নি ।
- এই মনিটরটিতে SPEAKER থাকছে না , এই বাজেটের এর মনিটরে normally SPEAKER থাকে।
- Osd control. এর জন্য joystick থাকলেও কন্ট্রোল করাটা একটু tricky ।