AMD Announces Ryzen 2000 “Pinnacle Ridge” Series Processors For Pre-orders

2nd Generation Ryzen Processors Are Available For Pre Order

এ এম ডির রেভলুশনারি রাইজেন প্রসেসর বের হবার এক বছর পর রিলিজ হতে যাচ্ছে রাইজেনের সেকেন্ড জেনারেশন 2000 সিরিজের জেন ২ প্রসেসর। আজ এ এম ডি এনাউন্স করল তাদের নতুন জেনারেশনের প্রসেসরের প্রি অর্ডার এভেল্যাবিলিটি। এ এম ডি সব সময় তাদের প্রোডাক্টে যত পে করবেন ঠিক তত বা সম্ভব হলে তার থেকে বেশি পাবেন এমন মনোভাবে বিশ্বাস করে এবং বলা হচ্ছে সেকেন্ড জেনারেশনের রাইজেন প্রসেসরেও এর ব্যাতিক্রম হবে না।

এ এম ডির কম্পিউটিং ও গ্রাফিক্স ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট জিম এন্ডারসন বলেন, ” সেকেন্ড জেনারেশন রাইজেন প্রসেসর প্রথম জেনারেশনের যা ভাল কিছু ছিল সবকিছুকে নিয়ে আরো বেটার করে তোলে এবং যারা হেভি ডিমান্ডিং ইউজার আছেন তাদেরকে এডভান্সড টেকনোলজির সমন্বয়ে অসাধারণ পারফর্মেন্স দিতে পারবে।”

Ryzen 2000 Series Processor Lineup

Name Core Count Thread Count Clock Speed GHz

Base/Boost

Smart Cache MB TDP Watt Cooler MRP

USD

Availability
R7 2700X 8 16 3.7/4.3 20 105 Wraith Prism LED 329 Apr. 19
R7 2700 8 16 3.2/4.1 20 65 Wraith Spire LED 299 Apr. 19
R5 2600X 6 12 3.6/4.2 19 95 Wraith Spire 229 Apr. 19
R5 2600 6 12 3.4/3.9 19 65 Wraith Stealth 199 Apr. 19

 

Features of Ryzen 2000 Series Processors

এবারে আমরা সেকেন্ড জেনারেশনের প্রসেসরে অনেক আলাদা ফিচার দেখতে যাচ্ছি যা প্রথম জেনারেশনে আগে দেখা যায় নি। প্রথম জেনারেশনে এক্স সিরিজের প্রসেসরের সাথে কুলিং ফ্যান না পাওয়া গেলেও এবার সব প্রসেসরের সাথে কুলিং ফ্যান দিচ্ছে এ এম ডি। যাদের ওভারক্লক করার কোন ইচ্ছে নেই তারা খুব সহজেই স্টক রেইথ কুলার ব্যাবহার করতে পারবেন সিপিউ ঠান্ডা রাখার জন্য। তবে স্টক কুলারে আরজিবি কেবল R7 সিরিজের প্রসেসরের সাথেই পাবেন।

সেকেন্ড জেনারেশনের প্রসেসরগুলো আউট অফ দা বক্স সাপোর্ট করবে X470 চিপসেটের মাদারবোর্ডে। আসুস, এম এস আই, বায়োস্টার সহ যে কোন ব্র্যান্ডের X470 চিপসেটের মাদারবোর্ডে চলবে প্রসেসরগুলো। যদিও প্রথম জেনারেশনের মাদারবোর্ডে কম্প্যাটিবল হবে প্রসেসরগুলো অনেক ফিচার পাওয়া যাবে না সেই মাদারবোর্ডে ও কম্প্যাটিবিলিটি ইস্যুও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Avalability

এ এম ডির এনাউন্স করা এই চারটি প্রসেসর এবং X470 চিপসেটের মাদারবোর্ড সারা বিশ্বে এভেলেবল হবে এপ্রিলের ১৯ তারিখ থেকে। তবে এমাজন ও নিউ এগে প্রি অর্ডার নেয়া হচ্ছে এখন। তবে বাংলাদেশের বাজারে কবে নাগাদ আসতে পারে তা এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot
monperatoto monperatoto monperatoto monperatoto