গত বছরের ডিসেম্বরে ২৮ তারিখে শাওমি এনাউন্স করে তাঁদের লেটেস্ট কাস্টম এন্ড্রয়েড স্কিন MIUI 13। Android 12 বেইসড করেই বানানো হয়েছে MIUI 13 কে। অন্যান্য বছর শাওমিকে তুলনামূলকভাবে সবার আগে পরবর্তী স্কিন ঘোষনা করতে গেলে দেখা গেলেও এইবার অনেকটা পিছিয়ে ছিল তারা। কারণ টা অজানা নয়। আমরা জানি সেই অক্টোবরেই Android 12 স্ট্যাবল ভার্সন রোল আউট শুরু হয়েছিল। MIUI 12 এর পর সরাসরি MIUI 13 আসার কথা থাকলেও বাগ নিয়ে ব্যাপক সমালোচনায় মুখে শাওমিকে MIUI 12 এর পর কমপক্ষে দুইটি ইন্টারমিডিয়েট আপডেট MIUI 12.5 এবং MIUI 12.5 Enhanced কে রোল-আউট করতে হয়। যেখানে অনেক এলিজেবল ডিভাইসও এখনো এই ইন্টারমিডিয়েট আপডেটগুলো পায় নি। যেহেতু নতুন বছরে নতুন বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ হবে যাদের আউট অফ দ্য বক্স সাধারণত ফ্রেশ ওস দেওয়া হয় তাই শাওমির আপকামিং Mi 12 সিরিজ এর সাথে সাথে চায়নাতে এনাউন্স হয়ে গেল MIUI 13। আজকের আর্টিকেলে আমরা MIUI 13 এর ফিচারস এবং ইম্প্রুভমেন্ট আলোচনা এবং এ ইলিজিবেল ডিভাইসের নাম এবং আপডেটের সময়সূচি দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক-
Performance & Improvement
প্রথমেই শুরু করা যাক পারফরমেন্স এবং ইম্প্রুভমেন্ট দিয়ে কেননা শাওমি ইউজারদের প্রধান অভিযোগ এই সেকশানকে কেন্দ্র করেই। বিশেষ করে MIUI 10 এর থেকে আপডেটগুলো নিয়ে অভিযোগের শেষ নেই। এই আপডেটগুলো ফিচার দিয়ে ঠেসে দিতে গিয়ে দেখা গেল বাগে ভর্তি হয়ে গিয়েছে। ক্রমাগত সমালোচনার কারনে শাওমি বাধ্য হয়ে পারফরমেন্স এবং ইম্প্রুভমেন্টে নজর দিয়েছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি শাওমি MIUI 12.5 এর তুলনায় MIUI 13 কেমন ফাস্ট তা শো-অফ করেছে। আমরা জানি যে, MIUI এর খারাপ পারফরমেন্সের সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে লো এন্ড ডিভাইসগুলো। তাই সবচেয়ে বেশি ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে বাজেট ডিভাইসগুলোতে। যেখানে থার্ড পার্টি অ্যাপসে প্রায় ৫২% কম ফ্রেম ড্রপ অর্থাৎ ল্যাগ/স্ট্যাটারিং কম দেখা যাবে। অন্যদিকে মিডরেঞ্জ এবং ফ্ল্যাগশিপে যথাক্রমে ৩২% এবং ১৫% কম ফ্রেম ড্রপ দেখা যাবে। অন্যদিকে শাওমি দাবি করছে যে, Master Lu এর ফ্লুয়েন্সি টেস্টেও একদম উপরের দিকে রয়েছে MIUI 13। এছাড়া মাল্টিটাস্কিংও পাওয়া যাবে অনেক স্পেস। MIUI 13 এ ব্যাকগ্রাউন্ডে একসাথে প্রায় ১৪টি অ্যাপস চালু থাকতে পারে। শাওমির দাবি করা এইসব স্ট্যাটসের যদি বাস্তব প্রতিফলন পাওয়া যায় (যেহেতু ল্যাব ডাটা) তাহলে নিসন্দেহে অনেক অপটিমাইজড করা হয়েছে MIUI লেটেস্ট এডিশনকে। সেটি আদৌ হয়েছে কিনা দেখার জন্য আমাদের কমপক্ষে লো-এন্ড ডিভাইসগুলোতে এই আপডেট না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Security
MIUI 13 এর মাধ্যমে শাওমি কয়েকটি গুরুত্বপূর্ণ সিকিরিউটি ফিচার এড করেছে। অনেকের কাছে খুব একটা অদরকারি মনে হতে পারে কিন্তু এইসব ফিচার একদম ফেলনা নয়। যেমনঃ এন্ড্রয়েডের বেশিরভাগে ফোণের ফেইস-আনলক ফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়ে। যার ফলে চেহারা মিল হলে অথবা যমজদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফেইস-আনলক খুব একটা কার্যকরি না। এই সমস্যাকে ট্যাকেল দিতে শাওমি ফেইস ছাড়াও আপার বডির বায়োমেট্রিক ডাটা নিয়ে ফেইস-আনলক কাজ করবে। এছাড়া Privacy Watermark এবং Fraud Protetion নামে আরো দুইটি ফিচার এড করা হয়েছে। যেখানে Privacy Watermark কাজ করবে যখন আপনি কোনো কিছু যেমনঃ আইডি কার্ড স্ক্যান করার সময় সেইখানে থাকা সেন্সিটিভ তথ্য অটোম্যাটিক্যালি ব্লার করে রাখা যাবে। অন্যদিকে Fraud Protetion এর মাধ্যমে স্প্যাম কল, ম্যালিসিয়াস ওয়েবসাইট আগে থেকেই ব্লক থাকবে।
Design
ডিজাইন সেকশানে আমরা খুব বেশি ওভারহউল দেখতে পাচ্ছি না। খুব সম্ভবত Android 12 এর Material You থিমিং স্টাইল সাপোর্ট হবে। আবার Android 12 এ আমরা জানি যে, উইজেটে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। MIUI 13 এও অনেক বেশি উইজেটের কথা বলা হচ্ছে। কিন্তু যেসব অ্যাপসের উইজেটে দেখানো হয়েছে বেশির ভাগই চাইনিজ রিজিওনে। যেহেতু এখনো MIUI 13 গ্লোবালি লঞ্চ হয়নি তাই চাইনার বাহিরের ইউজার বরাবরের মতই এইসব কুল উইজেট ব্যবহার করা থেকে বঞ্চিত হতে পারে। যদিও শাওমির পক্ষ থেকেও কিছু উইজেট আনা হয়েছে দেখা যাক ঐগুলো গ্লোবালি আসে কিনা। Dynamic Font System 2.0 এর আওতায় শাওমি MiSans নামে নতুন একটি ফন্ট বাজারে এনেছে। OpenType এই ফন্টটিতে দেখতে ফ্ল্যাট এবং মিনিমাল ডিজাইনের। যা থিম স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যাবে এবং সব প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। প্রতিবারের মত এইবারও আছে একগাদা নতুন Super Wallpaper। এইবারের গুলো বিভিন্ন মিনারেলের ক্রিস্টাল স্ট্র্যাকচার পোলারাইজেশন পেরিস্কোপে 8K TimeLapse করে নেওয়া হয়েছে। ওয়াল পেপারগুলো ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে।
MIUI 13 এর মাধ্যমে শাওমির পুরো ইকোসিস্টমের সব ডিভাইস এখন একসাথে সিমলেসলি কাজ করবে। যেমনঃ ফোনের নোটস অ্যাপসে কাজ করতে অন্য প্যাডে মুভ করলে ফোনে যে অবস্থায় কাজ করে রাখা হয়েছে ঠিক ঐ অবস্থা থেকে পাওয়া যাবে। Mi Magic Center এর মাধ্যমে আবার HarmonyOS Super Device এর মত ফিচার পাওয়া যাবে। ধরেন আপনি আপনার ফোনে গান শুনছেন এমন অবস্থায় একটা ট্যাপ দিয়েই অডিও অন্যান্য পেরিফেরালাসে ট্রান্সফার করা যাবে।
MIUI 13 Pad
MIUI 13 স্মার্টফোনের জন্য এনাউন্স করলেও ট্যাবলেটের জন্য আলাদা করে MIUI 13 Pad এনাউন্স করা হয়েছে। MIUI 13 কে বড় স্ক্রিনের ডিভাইসের জন্য অপ্টিমাইজ করা হয়েছে প্রায় ৩০০০ অ্যাপসের ডেভেলোপার সাথে যৌথভাবে কাজ করে। পাশাপাশি আরো কিছু বাড়তি ফিচার যোগ করা হয়েছে। স্মুথ মাল্টিটাস্কিং করা যাবে। অ্যাপসগুলো ইচ্ছামত ছোট বড় করা যাবে। ড্রাগ এন্ড ড্রপের মত গুরুত্বপূর্ণ ফিচার তো রয়েছেই। এছাড়া অনেকগুলো কিবোর্ড শর্টকাট তো রয়েছেই।
Eligible Device & Update Schedule:
MIUI 13 এনাউন্সমেন্টের সময় শুধুমাত্র ফাস্ট ব্যাচে জানুয়ারির শেষে যেসব ডিভাইস আপডেট পাবে শুধু সেই কয়েকটি ডিভাইসের নাম অফিশিয়ালি এনাউন্স করা হয়েছিল। সামনে দিকে হয়ত একে একে শাওমি বাদ বাকি ডিভাইসগুলো লিস্ট জানাবে। কিন্তু এই আর্টিকেলে আনঅফিশিয়াল কিন্তু শাওমির আপডেট পলিসির উপর ভিত্তি করে বানানো কমপ্লিট লিস্ট দেওয়া হয়েছে যাতে কোন কোন ডিভাইস কোন সময়ে পেতে পারে তা রয়েছে। যেখানে MIUI 13 এর সাথে Android 12 পাবে কিনা তাও দেওয়া হয়েছে।
বিঃদ্রঃ যেহেতু এইলিস্ট অফিশিয়াল না তাই দুয়েকটি ডিভাইস +/- হতে পারে বা আপডেটের টাইমলাইন কিছুটা নড়ছড় হতে পারে।