লকডাউনে ‘মুভমেন্ট পাস’ নিবন্ধন করবেন যেভাবে

আগামীকাল থেকে সরকার ঘোষিত ‘কঠোর’ লকডাউনের মধ্যেও আমাদের মধ্যে অনেকেরই বিভিন্ন গুরুত্বপুর্ণ কাজ থাকতে পারে, এজন্য বাইরে বের হওয়া লাগতে পারে। ঔষধ কেনা ,বাজার করা সহ অন্যন্য জরুরি কাজে বের হওয়ার জন্য এ ক্ষেত্রে সরকারী আদেশ মোতাবেক লাগবে Movement pass (মুভমেন্ট পাস)। জেনে নিন কিভাবে মুভমেন্ট পাস নিবন্ধন করবেন।

মুভমেন্ট পাস কি? কাদের জন্য প্রযোজ্য? 

এই লকডাউনে অতি জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হবেন, তাদের বাইরে বের হবার অনুমতিপত্র বা প্রমাণ পত্র হলো এই মুভমেন্ট পাস। এর মাধ্যমে কেও তার জরুরি কাজ সম্পন্ন করার  উদ্দেশ্যে বাইরে যেতে পারে। মোটামুটি এই বিষয়ে সকলেই অবগত আছেন যে একদম জরুরি সেবা ও বিশেষ কিছু পেশার মানুষ ছাড়া সকলেরই বাড়ির বাইরে যাওয়ার, ঘোরাফেরা করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে বিশেষ প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাওয়ার জন্যই এই বিশেষ pass এর ব্যবস্থা।

নিচে সাধারণ  মুভমেন্ট পাস সংক্রান্ত বিভিন্ন তথ্য কিছু প্রশ্নের উত্তর এর মাধ্যমে দেওয়া হলোঃ

  • সরকারী আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা পুলিশ এই পাস বিতরণ করবে।
  • কারা পাবেন?  মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেয়া হবে এই পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেয়ার বিষয়ে বিবেচনা করা হবে। 
  • নিষেধাজ্ঞা অমান্য করে কাউকে রাস্তায় নামতে দেবে না পুলিশ। বিশেষ বা জরুরি প্রয়োজনের কিছু বিষয় এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। এসব বিষয়ও যাচাই করবে টহলরত পুলিশ। এই সময়ে চলাচলের জন্য পুলিশের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে। অ্যাপের মাধ্যমে এই পাস সংগ্রহ করা যাবে। ‘মুভমেন্ট পাস’ ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না।পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ।
  • movementpass.police.gov.bd এর ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নির্দিষ্ট সময়ের জন্য পাস সংগ্রহ করতে পারবেন যে কেউ। 
  • একটি পাস দিয়ে সর্বোচ্চ ৩ ঘন্টা বাইরে থাকা যাবে ও যাওয়া আসার জন্য আলাদা আলাদা দুটি পাস লাগবে।
  • পুলিশ জানিয়েছে, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ যার মধ্যে রয়েছে মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসাকাজে নিয়োজিত কিংবা কৃষিকাজ, ব্যবসা পণ্য পরিবহনের মতো বিষয়গুলো।
  • সাংবাদিক দের লাগবে না এই মুভমেন্ট পাস।

 

কিভাবে সংগ্রহ করবেনঃ 

  • প্রথমেই উপরে উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • মুভমেন্ট পাস ক্লিক করে মোবাইল নম্বর প্রবেশ করালে গ্রাহকের মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে পাসের জন্য আবেদন করা যাবে।
  • তারপর সেখানে যে ব্যক্তির জন্য মুভমেন্ট পাসটি প্রযোজ্য হবে তার কিছু তথ্য যেমন নাম, ঠিকানা,মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স, যেখান থেকে যাওয়া হবে তার নাম, যেই স্থানে যাওয়া হবে তার নাম, কি কারণে যাওয়া হবে ইত্যাদি তথ্য পূরণ করে
  • একপর্যায়ে আবেদনকারীকে একটি ছবি আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।
  • উল্লেখিত লিংকে আবেদনের পর পুলিশ অনলাইনে কিউআর কোড স্ক্যানারসহ একটি পাস ইস্যু করবে।
  • পরবর্তীতে চেকপোস্টগুলোতে ওই কোড স্ক্যান করেই দায়িত্বরত কর্মকর্তারা নিশ্চিত হবেন উক্ত ব্যক্তির সম্পর্কে।
  • সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেয়া হবে।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot