আসছে Core i3 10gen Refreshed

11th gen লঞ্চের আর্টিকেলে অনেকেই হয়তো মনে মনে ভেবেছেন যে core i3 কি লঞ্চ হয়নি। core i3 সম্পর্কে কোনো তথ্য নেই কেন।11th gen i3 কি লঞ্চ হয়নি! প্রকৃতপক্ষে এবার i3 নিয়ে ইন্টেলের পরিকল্পনা ও কিছুটা ভিন্ন। জনপ্রিয়তা ও চাহিদা মাথায় রেখে তাই 11th gen i3 সম্পর্কে বিস্তারিত এই আলাদা আর্টিকেলে তুলে ধরা হলো।

Basically no 11th Gen i3 or Pentium processor is coming: 

ইন্টেল এবার সিদ্ধান্ত নিয়েছে 11th gen এর লাইনআপে কোনো i3 অথবা Pentium এর মত লো বাজেট প্রসেসরগুলো অন্তর্ভুক্ত করার। বা অন্য কথায় ইন্টেলের নতুন cypress cove আর্কিটেকচার ,নিত্য নতুন যেসব ফিচার যেগুলো 11th gen এর হাইলাইটস সেগুলো দিয়ে নতুন প্রসেসর তারা আনবে না। বরং ইন্টেল সিদ্ধান্ত নিয়েছে 10th gen এর সিলিকন brick গুলোকেই ক্লক স্পিড বাড়িয়ে আর টুকটাক improvement করে বাজারে ছাড়া। kind of ঘষামাজা বলা যায়।

Intel Core i3 10th Gen Refresh:

যেহেতু 10th gen রিফ্রেশ এবং আগে থেকেই বাজারে ইন্টেলের 10th gen processors রয়েছে তাই স্বাভাবিকভাবেই এই নতুন লাইনআপটির naming schemes কিছুটা ডিফারেন্ট হবে। ৬টি i3 Processors রয়েছে এই লাইনআপ এ। মুলত ২টি মডেল যেগুলো হলো Core i3 10305 এবং 10105 (যেগুলোর আবার ৩টি করে variant রয়েছে) যার মধ্যে মাত্র একটি IGPU ছাড়া অর্থাৎ F Variant। এবং বলা বাহুল্য এই ভ্যারিয়েন্টটিই সবথেকে কম দামী।

প্রতিটি i3 প্রসেসরই ৪ কোর ৮ থ্রেড বিশিষ্ট। base clock 3.0 থেকে 3.9 Ghz এবং boost clock 3.6 থেকে 4.5 Ghz  পর্যন্ত। 8MB L3 Cache রয়েছে।

Intel Core i3 10th gen Refresh price: 

দামের দিকে আসা যাক।

  • i3-10325—up to 3.9 GHz base / 4.7 GHz boost ($154)
  • i3-10305—up to 3.8 GHz base / 4.5 GHz boost ($143)
  • i3-10305T—up to 3.0 GHz base / 4.0 GHz boost ($143)
  • i3-10105—up to 3.7 GHz base / 4.4 GHz boost ($122)
  • i3-10105F—up to 3.9 GHz base / 4.4 GHz boost ($97)
  • i3-10105T—up to 3.0 GHz base / 3.9 GHz boost ($122)

দামের দিকে লক্ষ করলে মোটামুটি যেটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে lower variant 10105 এর দাম ৮০০০টাকার কিছু বেশি, যদিও আমরা ৭৫০০ টাকাতেই 10100f পেয়েছি আমাদের দেশের বাজারে। অর্থাৎ এরকম দামে যদি এই প্রসেসর আসে সেক্ষেত্রে লো বাজেট বিল্ডারদের জন্য সুখবর।

10th gen আগের প্রসেসরগুলোর সাথে তুলনা করলে দেখা যাচ্ছে 10100 এর দাম ছিল ১২২ ডলার। সেখানে 10105 এর দাম ও ১২২ ডলার রাখা হয়েছে।

বাকি প্রসেসরগুলোও আগের 10300 এর দামের মতই দামে লঞ্চ করেছে ইন্টেল।

উপরের ছবিতে আপনারা extreme low budget solution অর্থাৎ Pentium Gold সিরিজের রিফ্রেশ ভার্সনগুলোর স্পেসিফিকেশন ও দাম দেখতে পাচ্ছেন।

Launch date: 

এই প্রসেসরগুলো ও মার্চের ৩০ তারিখের পরেই এভেলেবল হবে।

বটম লাইনঃ 

লো বাজেটে 10100f, 10100 দাম অনুসারে যথেষ্ট ভালো পারফর্মেন্স অফার করেছিল এবং প্রচুর বিক্রি হয়েছে আমাদের দেশেও। সেক্ষেত্রে প্রাথমিক ভাবে দাম দেখে এবং স্পেসিফিকেশন দেখে যা অনুমান করা যাচ্ছে তা হলো বাজেট বিল্ডাররা একই দামে আরো কিছুটা upgraded, better প্রসেসরস পেতে যাচ্ছেন।

11th gen এর বাকি প্রসেসরগুলোর দাম, specs, launch date, features সম্পর্কে জানতে দেখতে পারেন এই আর্টিকেলটি-

এনাউন্স হলো 11th gen, জেনে নিন দাম, স্পেকস, কবে পাওয়া যাবে ,ফিচারস 

 

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot
monperatoto monperatoto monperatoto monperatoto