AdGuard DNS ব্যবহার করে উইন্ডোজে সকল প্রকারের বিজ্ঞাপন থেকে মুক্তি পান!

কোম্পানিগুলো বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন পছন্দ করলেও আমরা সাধারণ কনজিউমাররা বিজ্ঞাপনকে খুবই বিরক্তের সাথে দেখে থাকি। বিশেষ করে যখন আপনি ইউটিউবের একটি ভিডিওতে ক্লিক করলেন কিন্তু ভিডিওর আগে আপনাকে বাধ্যতামূলকভাবে ১০ সেকেন্ডের একটি এড দেখতেই হবে তখন আপনার কেমন লাগবে?
ব্রাউজারে বিজ্ঞাপন বা এডস এর জন্য আপনার ব্রাউজিং এক্সপেরিয়েন্স তো নস্ট হচ্ছেই সাথে সাথে এডস এর জন্য ব্রাউজার হেভি হয়ে যাচ্ছে এবং এতে আপনার র‌্যাম ইউজেস বেশি হওয়ায় পিসি স্লো হয়ে যাচ্ছে। তবে পিসিতে ক্রোম ব্রাউজার বেশ কিছুদিন ব্যবহার করলে দেখবেন যে সেখানে আলাদা করে এড ব্লক করার এক্সটেনশন দিয়ে রাখলে মোটামুটি সব ধরণের এড থেকেই বেঁচে থাকা যায়। কিন্তু এখন যদি আমি বলি যে উইন্ডোজ ১০ য়ে আপনি System Wide এড ব্লকার ব্যবহার করতে পারবেন তাহলে?

AdGuard DNS জিনিস টা কি?

এডগার্ড ডিএনএস হচ্ছে একটি Foolproof পন্থা যেটায় আপনি পুরো উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে বিজ্ঞাপন ফ্রি রাখতে পারবেন। আর সবথেকে ভালো কথা হচ্ছে এডগার্ড ডিএনএস হচ্ছে সম্পূর্ণ ফ্রি টু ইউজ এবং easy to use । এমনকি এখানে আপনাকে পিসিতে কোনো প্রকার আলাদা DNS Cilent টুল ইন্সটল করতে হবে না।
এবার এডগার্ড এর ওয়েবসাইট অনুযায়ী এর কিছু প্রধান সুবিধা আপনাদের সামনে উপস্থাপন করলাম:

ক) সকল ধরণের এডস ব্লক করবে, যেমন অ্যাপস থেকে, ব্রাউজারস থেকে, গেমস থেকে , ওয়েবসাইট থেকে ইত্যাদি।

খ) এটা আপনার পিসি থেকে অনলাইন ট্র্যাকার এবং এনালাইটিসকেও রিমুভ করতে পারবে।

গ) এতে রয়েছে আলাদা ফ্যামিলি প্রটেশন ফিচার যা সকল প্রকার ১৮+ সাইটকে ব্লক করে রাখতে পারবে।

ঘ) এটা একদম ফ্রি তে ব্যবহার করা যাবে এবং আলাদা করে ইন্সটলেশনের ঝামেলা নেই।

ধাপসমূহ

নিচের সহজ ধাপগুলো অনুসরণ করে এডগার্ড DNS কে পিসিতে যোগ করে নিন। উল্লেখ্য যে আপনাকে ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজার হতে হবে।

১) প্রথমে সেটিংয়ে ক্লিক করুন।

২) এবার Network & Internet অপশনে ক্লিক করুন।

৩) নিচের দিকে স্ক্রল করে এসে Change adapter options য়ে ক্লিক করুন।

৪) পিসির একটিভ কানেক্টশনে রাইট ক্লিক করুন এবং প্রোপার্টিসে চলে আসুন।

৫) এখান থেকে Internet Protocol Version 4 কে খুঁজে বের করুন সিলেক্ট করুন তারপর আবারো প্রোপার্টিসে ক্লিক করুন।

৬) এবার নিচের DNS সার্ভারের এড্রেসগুলোকে কপি পেস্ট করে নিন:

Ads Block করতে:

94.140.14.14
94.140.15.15

১৮+ সাইট Access Block করতে:

94.140.14.15
94.140.15.16

ব্যাস হয়ে গেল!

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot
monperatoto monperatoto monperatoto monperatoto