উইন্ডোজ ১০ শাটডাউন করে ফেলুন CMD ব্যবহার করে!

টাইটেল দেখে অনেকেই মনে করবেন, কেন আমি CMD কমান্ড ব্যবহার করে পিসি শাটডাউন করবো? স্টার্ট মেন্যু থেকেই তো পিসি শাট ডাউন করা যায়। আবার অনেকেই সময় বাঁচাতে Ctrl + Alt + Delete চেপে সেখান থেকেও শাট ডাউন করে থাকেন। তবে বেশি অলস হলে আমাদের অনেকেই শাটডাউন ছেড়ে সরাসরি বিদ্যুৎ প্লাগ আউট / সুইচ বন্ধ করে দেন। এতে পিসিতে যেকোনো ধরণের হার্ডওয়্যার Fault ঘটতে পারে। আবার অনেকেই বিভিন্ন হার্ডওয়্যার কিংবা সফটওয়্যারগত সমস্যার কারণে Start মেন্যু থেকে পিসি শাটডাউন করতে পারেন না। এসকল গতানুগতিক পদ্ধতি ছাড়াও আপনি কমান্ড প্রমোট ব্যবহার করেও পিসি শাটডাউন, রিস্টার্ট, লগ আউট ইত্যাদি কাজ পারফর্ম করতে পারবেন।

অথবা কোনো সমস্যা না থাকলেও ডেক্সটপে শাটডাউন কমান্ডে একটি bat ফাইল সাজিয়ে রাখলে সেটায় ডাবল ক্লিক করে আপনি পিসি শাটডাউন করতে যে সময় লাগবে সেটা অবশ্যই স্টার্ট মেন্যু থেকে শাটডাউন করার চেয়ে বেটার সময় সাশ্রয়ী হবে।

CMD ব্যবহার করে

১) প্রথমে সার্চ বারে লিখুন CMD আর কমান্ড প্রমোটটি “Administrator” হিসেবে চালু করুন।

২) কমান্ড প্রমোটে লিখুন shutdown এবং এন্টার দিন, তাহলে বেশ কিছু কমান্ড লিস্ট আপনার সামনে চলে আসবে।

৩) লিস্টগুলো ভালো করে একবার পড়ে নিন তাহলে কোন কমান্ডে কি একশন হবে সেটা বুঝে যাবেন। যেমন:

*shutdown এর পর একটি স্পেস রয়েছে*

shutdown /s কমান্ড লিখে এন্টার দিলে পিসি শাটডাউন হবে।
shutdown /r কমান্ড লিখে এন্টার দিলে পিসি রিস্টার্ট হবে।
shutdown /l কমান্ড লিখে এন্টার দিলে লগ অফ হবে।
shutdown /a কমান্ড লিখে এন্টার দিলে আগে থেকে শাটডাউন করার কাউন্টডাউন ক্যানসেল হবে।

bat ফাইলের মাধ্যমে

কোনো সমস্যায় পড়লে উপরের মতো কমান্ড প্রমোটে গিয়ে পিসি শাটডাউন কিংবা রিস্টার্ট দিতে পারবেন। তবে সাধারণ ভাবে দ্রুত / সময় বাঁচাতে আপনি bat ফাইলের মাধ্যমে পিসি দ্রুত শাটডাউন করতে পারবেন।
এ জন্য প্রথমে নোটপ্যাড খুলুন এবং নিচের লেখাগুলো কপি পেস্ট করুন:

@echo OFF
shutdown /s /f /t 0

এবার ফাইলটি shutdown.bat নামে সেভ করুন। উল্লেখ্য যে, এজন্য ফাইল টাইপ ড্রপ ডাউন মেন্যু থেকে All Files করে নিতে ভূলবেন না যেন।

এবার এই bat ফাইলটি ডেক্সটপে রেখে দিন, শাটডাউন করার প্রয়োজন হলে এর উপর ডাবল ক্লিক করুন ব্যাস! তাৎক্ষনিকভাবে পিসি শাটডাউন হবে।

বি:দ্র: ‍উপরের কোডটির মাধ্যমে তাৎক্ষনিকভাবে পিসি শাটডাউন করতে না চাইলে নিচের কোডটি দিয়ে bat ফাইল তৈরি করুন:

shutdown /s /t 60 /c

এখানে 60 এর স্থানে যেকোনো মান বসাতে পারেন, ৬০ মানে কমান্ডটি এন্টারের ৬০ সেকেন্ড পর পিসি শাটডাউন হবে।

আর শাটডাউন, রিবুট, Hibernate এবং লগঅফ কে কমান্ড প্রমোটে দেখানোর জন্য নিচের কমান্ডটি ব্যবহার করে bat ফাইল তৈরি করুন:

@echo OFF

ECHO "Choose an option .."
ECHO "1 = Logoff"
ECHO "2 = Reboot"
ECHO "3 = Hibernate"
ECHO "4 = Shutdown"

SET /p option=Choose one option-

IF %option%==1 SHUTDOWN /l
IF %option%==2 SHUTDOWN -r -t 10
IF %option%==3 SHUTDOWN /h
IF %option%==4 SHUTDOWN /s /f /t 0

PAUSE

এবার এই ফাইলটি ওপেন করলে উপরের মতো বিভিন্ন অপশন পাবেন। চাহিদা মতো ১/২/৩/৪ লিখে এন্টার দিতে হবে ব্যাস!

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot
monperatoto monperatoto monperatoto monperatoto