নভেম্বরের ৫ তারিখ আসছে Red Dead Redemption 2 পিসি ভার্শন, তবে……

আগামি মাস অর্থাৎ নভেম্বরের ৫ তারিখ রিলিজ হতে যাচ্ছে পিসি গেমারদের বহুল আকাংখিত, বহুল প্রতীক্ষিত, অনন্ত সাধনার ফসল Red Dead Redemption 2 এর পিসি ভার্শন। আজ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে অফিসিয়াল Red Dead Redemption 2 এর পেইজ এই কনফার্মেশন পোস্ট দেয়। এছাড়াও টুইটার, রেডিট সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও রকস্টার গেমসের অফিসিয়াল একাউন্ট হতে এই কনফার্মেশন পোস্ট দেয়া হয়।

প্রথমবারের মত Red Dead ফ্র্যাঞ্চাইজির কোন গেম অফিসিয়ালি পিসি প্ল্যাটফরমে আনা হলেও এখানে রয়েছে সামান্য কিছু ঘাপলা। এপিক গেম স্টোর এবং স্টীমে গেমটি রিলিজের কথা থাকলেও অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে শুধু মাত্র নব্য রিলিজ হওয়া Rockstar Game Launcher এর মাধ্যমে প্রি অর্ডার করলেই আপনি পাবেন এক্সক্লুসিভ কিছু বোনাস যা অন্য বায়িং সাইটে পাবেন না।

রকস্টার গেম লঞ্চার দিয়ে প্রি অর্ডার করলে আপনি বোনাস হিসেবে পাবেনঃ

  • Outlaw Survival Kit for Story Mode
  • War Horse for Story Mode
  • Treasure Map for Story Mode
  • Cash Bonus for Story Mode
  • 50 Gold Bars for Red Dead Online

এছাড়াও আপনি এই লঞ্চারের মাধ্যমে প্রি অর্ডার করলে বেইজ গেমটি ২০ ডলার কম দামেই আপগ্রেড করতে পারবেন আল্টিমেট অথবা স্পেশাল এডিশনে। এই লঞ্চার প্রি অর্ডার কে আকর্ষণীয় করতে রকস্টার গেমস নীচের লিস্ট হতে যে কোন দুটি গেমস রেড ডেড প্রি অর্ডারের সাথে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে প্রদান করছে।

  • Grand Theft Auto III
  • Grand Theft Auto: Vice City
  • Grand Theft Auto: San Andreas
  • Bully: Scholarship Edition
  • L.A. Noire: The Complete Edition
  • Max Payne 3: The Complete Edition

আগামি ৯ তারিখ থেকে রকস্টার গেম লঞ্চারের মাধ্যমে Red Dead Redemption 2 এর পিসি ভার্শন প্রি অর্ডার / প্রি পারচেজ করা যাবে। এছাড়াও এপিক গেম স্টোর, হাম্বল বান্ডল, গ্রিন ম্যান গেমিং সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে অক্টোবরের ২৩ তারিখ থেকে প্রি অর্ডার করতে পারবেন এবং নভেম্বরের ৫ তারিখ থেকেই খেলতে পারবেন। তবে, স্টীম গেমার যারা আছেন তাদেরকে আরো একটি মাস অপেক্ষা করতে হবে। কারণ, কোন কারণে রকস্টার গেমস স্টীমে ডিসেম্বর মাসে রিলিজের সিদ্ধান্ত নিয়েছে।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot
monperatoto monperatoto monperatoto monperatoto